অকথ্য গালিগালাজ! গোটা দেশের তাঁকে 'অপছন্দ'! সেই ক্রিকেটারই ভারতকে বাঁচালেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KL Rahul Century: গোটা দেশ তাঁকে অপছন্দ করতে শুরু করেছিল। মোক্ষম সময়ে সবাইকে জবাব দিলেন এই ভারতীয় ক্রিকেটার।
সেঞ্চুরিয়ান: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং বিপর্যস্ত হয়েছিল। কিন্তু কেএল রাহুল শেষমেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন।
প্রথম দিনের খেলা শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২০০ পেরিয়েছিল। ম্যাচের পর ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কেএল রাহুলের দুর্দান্ত ইনিংসের প্রশংসা করেন।
আফ্রিকান পেস আক্রমণ সামলাতে প্রথম দিনেই অনেক লড়াই করতে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। টপ অর্ডার তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরার পর ব্যাকফুটে ছিল টিম ইন্ডিয়া।
advertisement
আরও পড়ুন- টাইম আউট, চুমু খাওয়া, যৌন হেনস্তার প্রতিবাদ,খেলার যে ঘটনাগুলিতে বিতর্কের ঘনঘটা
১০০ রানের মধ্যেই পড়ে গিয়েছিল চার উইকেট। এরপর ক্রিজে আসেন কেএল রাহুল। প্রথম দিনের খেলা শেষে রাহুল অপরাজিত ৭০ রান করেছিলেন। কেএল রাহুল শেষমেষ সেঞ্চুরি পূর্ণ করেন।
advertisement
বিক্রম রাঠোর বলেছেন, ‘আমি মনে করি ও অবশ্যই আমাদের জন্য এই ম্যাচের ত্রাতা। বেশিরভাগ সময়ই ও কঠিন পরিস্থিতিতে দলের পাশে দাঁড়ায়। রাহুল এমন একজন খেলোয়াড় যে কঠিন পরিস্থিতিতে ভাল খেলতে পারে।
পরিস্থিতি বিবেচনা করে ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি এদিন শ্রেয়াস আইয়ারের সঙ্গে ভাল জুটি গড়লেও প্রোটিয়াদের দাপটে তাঁরা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। এর পর দায়িত্ব পুরোপুরি রাহুলের কাঁধে এসে পড়ে।
advertisement
কোচ রাঠোর বলেছেন, ‘প্রথংমে ব্যাটিংয়ের কন্ডিশন কঠিন ছিল। লাঞ্চ পর্যন্ত আমরা তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম। তখন স্কোর ছিল মাত্র ৯১ রান। কোহলি ও আইয়ারের মধ্যে ভাল পার্টনারশিপ ছিল। কিন্তু শেষমেশ রাহুল দলকে শক্ত ভিতে দাঁড় করায়।
বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টের প্রথম দিনে ভারত 8 উইকেটে ২০৮ রান করেছিল। শেষমেশ ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৫ রানে। কেএল রাহুল ১০১ রান করেন। t
advertisement
দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার মার্কো জেনসেন এদিন অকথ্য গালাগাল করেন রাহুলকে। ক্রমাগত স্লেজিং করতে থাকেন তিনি। তবে কেএল রাহুল সেসব পাত্তা দেননি। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- ব্রাজিলকে সাসপেন্ড করবে ফিফা? খেলা হবে না ২০২৬ বিশ্বকাপ! মাথায় হাত ভক্তদের
রাবাডা পাঁচ উইকেট নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত এক উইকেট হারিয়ে ৪১ রানে খেলছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 3:55 PM IST