রবিবার বিশ্বকাপে মহাম্যাচ! ফের ভারত-পাকিস্তান, রেকর্ড দেখে পাকিস্তানিরা লজ্জা পাবে
- Published by:Suman Majumder
Last Updated:
Ind w vs Pak w head 2 head: রাত পোহালেই ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপে ভারতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে পাকিস্তান।
জোহানেসবার্গ: শুরু হয়ে গিয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা জিতেছে সেই ম্যাচে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় এবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। এবারের ম্যাচ হাইভোল্টেজ। পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা ভারতীয় দলের কাছে বরাবরই চ্যালেঞ্জের। ভারত বনাম পাকিস্তান মহিলাদের হেড টু হেড রেকর্ড কী বলছে একবার জেনে নেওয়া যাক-
আরও পড়ুন- বার্সেলোনা কাঁপাতে আসছে রোনাল্ডিনহোর ছেলে! স্কিল দেখলে মাথা খারাপ হয়ে যাবে
এখনও পর্যন্ত ভারত-পাক দুটি দলই ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ভারত জিতেছে ১০টিতে। অন্যদিকে, আমরা যদি ওডিআইয়ের কথা বলি তা হলে ভারতীয় দল ১১টি ম্যাচের মধ্যে ১১টিই জিতেছে। অর্থাৎ দুই ফরম্যাটের মোট ২৪ টি ম্যাচের মধ্যে ২১ টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
এমনকী বিশ্বকাপেও ভারতের পাল্লা ভারি। ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৪টি ম্যাচ খেলা হয়েছিল। টিম ইন্ডিয়া চারটি ম্যাচই জিতেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ৬টি ম্যাচ খেলা হয়েছে। ভারতীয় দল জিতেছে ৪ টি ম্যাচ।
আরও পড়ুন- বিয়ের পর ব্যাটে ধার বেড়েছে ! নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখালেন বাপু
পরিসংখ্যান বলছে, টিম ইন্ডিয়া যে কোনো ফরম্যাটে পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখানে যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে। ছোট ফরম্যাটে আগে থেকে কোনও দলকে এগিয়ে রাখা মুশকিল। ফলে আগামীকালের ম্যাচ যে হাইভোল্টেজ হবে তা বলাবাহুল্য।
advertisement
পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোর ১৩৭। ২০১৮ সালে সেই ম্যাচ হয়েছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 11:46 AM IST