India vs Pakistan: পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরা ভারত, আরও একবার ইতিহাস গড়ল 'সোনার ছেলে' নীরজ

Last Updated:

India vs Pakistan Neeraj Chopra beat Arshad Nadeem javelin throw Final win Gold Medal in World Athletics Championships 2023: মধ্যরাতে জ্যাভলিনে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে ভারত-পাকিস্তানের মধ্যে লড়াইও হল হাড্ডাহাড্ডি। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন ভারতের সোনার টুকরো ছেলে নীরজ চোপড়া।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দুই দেশের ক্রীড়া প্রেমিদের নজর ছিল রবিবার মধ্যরাতে জ্যাভলিন থ্রোয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেখানেও যে লড়াই ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দুই তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া ও আরশাদ নাদিমের মধ্যে। মধ্যরাতে জ্যাভলিনে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে ভারত-পাকিস্তানের মধ্যে লড়াইও হল হাড্ডাহাড্ডি। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন ভারতের সোনার টুকরো ছেলে নীরজ চোপড়া।
প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করলেন নীরজ চোপড়া। লড়াই করেও দ্বিতীয় স্থানেই শেষ করতে হয় আরশাদ নাদিমকে। রুপো জিতলেও পাকিস্তানের ইতিহাসেও নয়া রেকর্ড তৈরি করলেন আরশাদ। নীরজ দ্বিতীয় থ্রোয়ে ৮৮.১৭ মিটার জ্যাভেলিন থ্রোয়ের সৌজন্য গোল্ড নিশ্চিৎ করেন। সেখানে আরশাদ সেরা পারফরম্যান্স ৮৭.৮২ মিটার। ৮৬.৬৭ মিটারের সেরা থ্রোতে ব্রোঞ্জ জেতেন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ। তবে সবার উপরে উড়ল ভারতীয় পতাকাই। প্রতিপক্ষকে হারালেও সৌজন্যতা দেখাতে ভোলেননি নীরজ চোপড়া।
advertisement
advertisement
সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করার পর নীরজ ও জাকুব পতাকা হাতে নিয়ে ফটো সেশন করছিলেন। সেখানে রুপোজয়ী পাকিস্তানের নাদিম ছিলেন না। পাকিস্তানের পতাকাও সেই সময় রেখে দেওয়া হয়। কিন্তু আরশাদকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নেন নীরজ। পাক তারকার সঙ্গে আলিঙ্গন করেন নীরজ। এরপর নীরজের হাতে ভারতীয় পতাকা থাকলেও খালি হাতেই পাশে দাঁড়িয়ে ছবি তোলেন আরশাদ। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে নীরজ চোপড়া যে সৌজন্যতা দেখিয়েছেন তা মন জয় করে নিয়েছে সকলের।
advertisement
advertisement
প্রসঙ্গত, ফাইনালে শুরুটা ভাল হয়নি নীরজ চোপড়ার। এদিন নীরজ প্রথম চেষ্টায় ফাউল করেন। এর পর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার পার করেন। চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। তবে নীরজের দ্বিতীয় প্রচেষ্টায় ছোড়া ৮৮.১৭ মিটার কেউ অতিক্রম করতে পারেনি। সোনা জিতে আরও একবাপ বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেন সোনার ছেলে নীরজ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরা ভারত, আরও একবার ইতিহাস গড়ল 'সোনার ছেলে' নীরজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement