CWC 2019: ম্যাঞ্চেস্টারে ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচে আসল প্লেয়ার বরুণদেব

Last Updated:
#ম্যাঞ্চেস্টার: ২২ গজের মহাযুদ্ধের মহা উত্তেজনাপূর্ণ ম্যাচ কি শেষ পর্যন্ত জলে যাবে? ম্যাঞ্চেস্টারের আবহাওয়া রিপোর্ট দেখে এমনই প্রশ্ন নিয়ে দুরুদুরু বুকে অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীরা ৷ বিশ্বকাপে আজ মেগা ডুয়েল ৷ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আজ মুখোমুখি চিরশত্রু ভারত ও পাকিস্তান ৷
রাজনীতি থেকে খেলা ৷ দুই প্রতিবেশী দেশেই ছড়িয়ে সর্বদা ছড়িয়ে উত্তেজনার তাপ ৷ রবিবাসরীয় দুপুরে দুই মহাপ্রতিদ্বন্দ্বীর টক্কর দেখতে উদগ্রীব সকলে ৷ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ও ভারতীয় সময় বিকেল তিনটে থেকে ভারতের খেলা শুরু হওয়ার কথা ৷ ম্যাঞ্চেস্টারের আবহাওয়া রিপোর্ট বলছে, সকাল আকাশ মেঘাচ্ছন্ন ৷ সকালে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেলের দিকে বৃষ্টি হলেও ওঠে পারে ৷ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে একটানা ভারি বৃষ্টির সম্ভাবনা নেই ৷
advertisement
দুই দলই এখন তাকিয়ে আবহাওয়া রিপোর্টের দিকে ৷ বৃষ্টির সম্ভাবনার কারণেই আজ বিরাটবাহিনীর জন্য টস জেতা দ্বিগুণ গুরুত্বপূর্ণ ৷ আবহাওয়া দেখেই দু-দল নিজেদের প্লেয়িং ইলেভেন ঠিক করবে বলে খবর ৷
advertisement
এই একটি ম্যাচ। যেখানে যাবতীয় লগ্নি ইতিমধ্যে ঢেলে বসে আছে আইসিসি। তাদের মাথায় হাত স্থানীয় হাওয়া অফিসের পূর্বাভাসে। সকাল থেকে ঘ্যান ঘ্যানে বৃষ্টির সম্ভাবনা প্রবল। স্থানীয় সময় বিকেলের দিকে বৃষ্টির তোড় বাড়তে পারে বলেই জানানো হয়েছে। সবমিলিয়ে বহু কোটি টাকা লগ্নি জলে যাওয়ার সম্ভাবনা নিয়ে সুপার সানডে’তে আইসিসি বনাম বরুণদেব। এই ম্যাচটা ছেড়ে দিন ঠাকুর। প্রার্থনা ভক্তদেরও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: ম্যাঞ্চেস্টারে ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচে আসল প্লেয়ার বরুণদেব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement