Asian Games 2023 India vs Pakistan: হকিতে পাকিস্তানকে গোলের মালা পরাল ভারত, জয় ১০-২-এর রেকর্ড ব্যবধানে

Last Updated:

India vs Pakistan Indian Hockey Team- set new reacord beat Pakistan by 10-2 goals in Asian Games 2023: একই দিনে এশিয়ান গেমসে পাকিস্তানকে ২ বার হারাল ভারত। প্রথমে স্কোয়াশে হারিয়ে সোনা জয় ও তারপর হকিতে নয়া ইতিহাস তৈরি করে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে হারাল ভারতীয় হকি দল। ১০-২ গোলে পাকিস্তানকে লজ্জার হারের স্বাদ দিল ভারত।

হকিতে পাকিস্তানকে গোলের মালা পরাল ভারত
হকিতে পাকিস্তানকে গোলের মালা পরাল ভারত
একই দিনে এশিয়ান গেমসে পাকিস্তানকে ২ বার হারাল ভারত। প্রথমে স্কোয়াশে হারিয়ে সোনা জয় ও তারপর হকিতে নয়া ইতিহাস তৈরি করে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে হারাল ভারতীয় হকি দল। ১০-২ গোলে পাকিস্তানকে লজ্জার হারের স্বাদ দিল ভারত। হকিতে এর থেকে বড় ব্যবধানে পাকিস্তানকে কোনও দিন হারায়নি ভারত। এর আগে ৭-১ ছিল সবথেকে বড় জয়। এবার পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জিতল মনদীপ, হরমনপ্রীতরা। ম্যাচে একাই ৪টি গোল করে নায়ক হরমপ্রীত সিং।
এশিয়ান গেমসের প্রথম তিন ম্যাচে উজবেকিস্তান, সিঙ্গাপুর ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে দুরন্ত জয় পায় ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমটাই আশা করা হয়েছিল। তবে অ্যাডভান্টেজ নিয়ে ভারত শুরু করবে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু পাকিস্তানকেও যে একতরফাভাবে উড়িয়ে দেবে হকি টিম ইন্ডিয়া তা অনেকেই ভাবেননি। এদিন ভারতের আক্রমণাত্মক হকির সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করে পাকিস্তান।
advertisement
advertisement
advertisement
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ গড়ে তোলে ভারত। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করে ভারত। মনদীপ সিং খোলেন খাতা। এরপর গোটা ম্যাচ জুড়েই শুধু ভারতের আক্পমণের ঝড়। ১১, ১৭, ৩৩ ও ৩৪ মিনিটে গোল করেন হরমনপ্রীত সিং। ৩০ মিনিটে গোল করেন সুমিত। ৪১ ও ৫৪ মিনিটে গোল করেন বরুণ কুমার। ৪৬ মিনিটে সামশের সিং ও ৪৯ মিনিটে ললিত কুমার উপাধ্যায় গোল করেন এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪৬ গোল করে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল।
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023 India vs Pakistan: হকিতে পাকিস্তানকে গোলের মালা পরাল ভারত, জয় ১০-২-এর রেকর্ড ব্যবধানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement