India vs Pakistan: কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সামনাসামনি লড়াই! 'শত্রুদের' উড়িয়ে দিয়ে জয় ভারতের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম মুখোমুখি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত।
মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৭ জন পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ)। বিভিন্ন রিপোর্টে দাবি, গোয়েন্দাদের সূত্রে খবর, ছয়-সাত জন জঙ্গি মিলে ওই হত্যাকাণ্ড চালিয়েছে। তাঁদের মধ্যে চার-পাঁচ জন পাকিস্তান থেকে এসেছিলেন। আর দু’জন উপত্যকা বলে অনুমান গোয়েন্দাদের। এই ঘটনার পড়ে পাল্টা প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। ইতিমধ্যেই কুটনৈতিক একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। বদলা নেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে সেনার মহড়াও।
এরইমধ্যে কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম মুখোমুখি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত। তবে এই জয় এসেছে খেলার মাঠে। তবে সেটা ক্রিকেট বা ফুটবলে নয়, বেসবল টুর্নামেন্টে। সেখানে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। বিএফএ মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। থাইল্যান্ডে শেষ ইনিং পর্যন্ত ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে ভারতীয় দল।
advertisement
INDIA WOMEN’S TEAM BEATS PAKISTAN 🔥
Our Women’s Baseball team defeated Pakistan 2-1 BFA Baseball Asia Cup Qualifiers 🇹🇭
Consecutive win for India, Well Done Girls 🇮🇳❤️ pic.twitter.com/136cPHb5tm
— The Khel India (@TheKhelIndia) April 24, 2025
advertisement
আরও পড়ুনঃ KKR vs PBKS: কেকেআরে একসঙ্গে ৩ বদল! কে থাকছে আর কে পড়ছে বাদ? পঞ্জাবের বিরুদ্ধে মহাচমক দেবে নাইটরা
advertisement
প্রসঙ্গত, বেসবল খেলা নিয়ে ভারতীয় ক্রীড়া প্রেমিদের খুব একটা উৎসাহ দেখা যায় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরে জঙ্গি হামলার পর যে কোনও ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে জয়কে সেলিব্রেট করতে তৈরি গোটা দেশ। তাই মহিলা বেসবলেও ভারতের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাবের অপেক্ষা দেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 11:54 PM IST