India vs Pakistan: 'যুদ্ধ' লেগে গেল ভারত-পাকিস্তান ক্রিকেটারদের! ভারতীয় কিংবদন্তীকে 'অশালীন' আক্রমণ পাক ক্রিকেটারের

Last Updated:

India vs Pakistan: পহেলগাঁও-এর জঙ্গি হামলার রেশ ছড়িয়ে পড়েছে খেলার মাঠেও। আর দুই দেশের রাজনৈতিক পারদ চড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের মধ্যেও বাড়ছে উত্তপ্ত বাক্য বিনিময়। বলা চলে শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ।

News18
News18
কাশ্মীরের পহেগাঁওতে জঙ্গি হামলার নীরিহ ২৬ জন ভারতীয়র মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ২ সপ্তাহ। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ)। যেই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। এই ঘটনায় ইতিমধ্যেই এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কুটনৈতিক স্তরে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যে কোও মুহূর্তে আরও বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারে দেশ।
পহেলগাঁও-এর জঙ্গি হামলার রেশ ছড়িয়ে পড়েছে খেলার মাঠেও। ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ‘এক যুগের’ বেশি সময় ধরে। এতদিন আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের সাক্ষাৎ হত। কিন্তু এই ঘটনার পর আইসিসি ইভেন্টের গ্রুপ পর্বেও পাকিস্তানের বিরুদ্ধে না খেলতে পারে ভারত। এমনকী এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। আর দুই দেশের রাজনৈতিক পারদ চড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের মধ্যেও বাড়ছে উত্তপ্ত বাক্য বিনিময়। বলা চলে শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ।
advertisement
পহেলগাঁও হামলার পর ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর জানিয়েছিলেন আসন্ন এশিয়া কাপে তিনি পাকিস্তানকে দেখতে পাচ্ছেন না। গাভাসকরের এহেন মন্তব্যে বেজায় চটে যান পাকিস্তান প্রাক্তন ক্রিকেটার বাসিদ আলি। তিনি সরাসরি গাভাসকরকে ‘নির্বোধ’ বলে আক্রমণ করেন। তিনি বলেন, “গাওস্কর নির্বোধের মতো কথা বলেছেন। আগে তদন্ত হোক। তা হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এ ভাবে আগে থেকে কিছু বলা উচিত নয়।”
advertisement
advertisement
শুধু বাসিদ আলি নয়, গাভাসকরের মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন জাভেদ মিয়াঁদাদ, ইকবাল কাসিমের মত প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা। মিয়াঁদাদ বলেন,”ওঁকে সকলে সম্মান করে। উনি মাটিতে পা দিয়ে চলেন। রাজনীতির ঊর্ধ্বে থাকেন। ওঁর এই মন্তব্য করা উচিত হয়নি।” ইকবাল কাসিম বলেছেন, “রাজনীতিকে কখনওই খেলার সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত নয়। সানিভাইয়ের উচিত হয়নি এই ধরনের মন্তব্য করা।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: 'যুদ্ধ' লেগে গেল ভারত-পাকিস্তান ক্রিকেটারদের! ভারতীয় কিংবদন্তীকে 'অশালীন' আক্রমণ পাক ক্রিকেটারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement