India vs Pakistan: ২ দিনেও কি সম্ভব হবে পুরো খেলা? কী বলছে ভারত-পাক ম্যাচের সময় কলম্বোর ওয়েদার আপডেট

Last Updated:

India vs Pakistan Asia Cup 2023 Super 4: গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের মত বড় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। প্রতিযোগিতার সুপার ফোরে রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ভারত বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তান
কলম্বো: এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে একাধিক ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টি বিঘ্নিত হওয়ার পাশাপাশি গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের মত বড় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। প্রতিযোগিতার সুপার ফোরে রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই থাকার কারণে ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ রবিবার খেলা পুরো না হলে, যেখান থেকে বন্ধ হবে খেলা সোমবার ফের একই জায়গা থেকে শুরু হবে ম্যাচ। তবে পূর্বাভাস অনুযায়ী রবি ও সোম ২ দিনই কলম্বোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি বিঘ্নিত হলেও ২ দিন মিলিয়ে পুরো ম্যাচ করা বিষয়ে আশাবাদী আয়োজকরা।
advertisement
আশার আলো বলতে এটুকুই কলম্বোতে রবিবার সকালে পরিস্কার আকাশ এবং সঙ্গে সূর্য দেখা দিয়েছে। তবে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুসারে, ভারতীয় সময় দুপুর দুটোর সময় ৪৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা তিনটের দিকে বৃষ্টিপাতের ৬৬ শতাংশ সম্ভাবনা রয়েছে। যা ভারত বনাম পাকিস্তান সুপারের জন্য নির্ধারিত শুরুর সময়। এমনকী ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৪৯ থেকে ৬৯ শতাংশ।
advertisement
advertisement
সোমবার ভারত-পাকিস্তান ম্যাচের যে রিজার্ভ ডে রাখা হয়েছে সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। Accuweather-এর রিপোর্ট অনুযায়ী সোমবার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৯৯ শতাংশ। সোমবার ছয় ঘণ্টা ধরে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারত-পাক দ্বৈরথের মজা মাটি করে দিতে পারে বৃষ্টি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: ২ দিনেও কি সম্ভব হবে পুরো খেলা? কী বলছে ভারত-পাক ম্যাচের সময় কলম্বোর ওয়েদার আপডেট
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement