IND vs PAK, Asia Cup 2023: শাহিন ও রউফের আগুনে বোলিং, চার উইকেট হারিয়ে চাপে ভারত

Last Updated:

IND vs PAK, Asia Cup 2023: একদিকে বারবার বৃষ্টি এসে বাধ সাধছে ম্যাচে। অপরদিকে, আগুন ঝরাচ্ছেন পাকিস্তান পেসাররা। দুই জাতাকলে পড়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রবল চাপে ভারতীয় দল।

ক্যান্ডি: একদিকে বারবার বৃষ্টি এসে বাধ সাধছে ম্যাচে। অপরদিকে, আগুন ঝরাচ্ছেন পাকিস্তান পেসাররা। দুই জাতাকলে পড়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রবল চাপে ভারতীয় দল। আরও একবার শাহিন আফ্রিদির পেস ও সুইংয়ের মোকাবিলা করতে ব্যর্থ ভারতের টপ অর্ডার। সঙ্গে ভালো বোলিং হ্যারিস রউফ ও নাসিম শাহদের। সাজঘরে ফেরত চলে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। দ্বিতীয়বার ম্যাচে বৃষ্টি নামা পর্যন্ত ভারতের স্কোর ছিল ৫১ রানে ৩ উইকেট।
এর আগে বৃষ্টি নেমেছিল ম্যাচের পঞ্চম ওভারে। সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ১৫। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারতীয় দল। কিন্তু প্রথমবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর যখন ফের শুরু হয় তখনই ম্যাচে ফেরে পাকিস্তান। প্রথমে রোহিত শর্মা বোল্ড করেন শাহিন আফ্রিদি। ১১ রান ককে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। এরপর বিরাট কোহলি ক্রিজে আসেন। কিন্তু শাহিনের বল বিরাটের ব্যাটের ভিতরের কিনারায় লেগে উইকেট ভেঙে দেয়। দলের ১৫ ও ২৭ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট হারায় ভারত।
advertisement
advertisement
রোহিত ও কোহলির উইকেট হারানোর পর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার ও শুভমান গিল। শ্রেয়স শুরুটাও ভালো করেছিলেন। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে নিজের উইকেট উপহার দিয়ে আসেন তিনি। দলের ৪৮ রানের মাথায় হ্যারিস রইফের বলে পুল মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ আউট হন শ্রেয়স আইয়ার। ১৪ রান করেন তিনি। অপরদিকে শুভমান গিল উইকেট আগলে টিকে রয়েছেন। শ্রেয়সের পর ক্রিজে আসেন ইশান কিশান। কিছু সময় খেলা চলার পরই ফের বৃষ্টি নামে। ৫১ রানে ৩ উইকেটে বন্ধ হয় খেলা।
advertisement
কিছু সময় পর বৃষ্টি থামলে ফের শুরু হয় খেলা। তারপরই চতুর্থ ধাক্কা লাগে ভারতের। হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান শুভমান গিল। প্রথম থেকেই একেবারে ছন্দে মনে হয়নি শুভমানকে। টিকে থাকলেও রান করতে পারছিলেন না। টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চাপে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK, Asia Cup 2023: শাহিন ও রউফের আগুনে বোলিং, চার উইকেট হারিয়ে চাপে ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement