IND vs PAK, Asia Cup 2023: আঙুল উঁচিয়ে ইশানকে মাঠের বাইরে যেতে বললেন, রউফের অসভ্যতার সমালোচনায় নেট দুনিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2023 India vs Pakistan: এবারের এশিয়া কাপও সাক্ষী থাকল আরও একটি বিতর্কিত ঘটনার। এবার কাঠগড়ায় পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। ইশান কিশানকে আউট করার পর যে অঙ্গভঙ্গি করলেন তা কখনই কাঙ্খিত নয়।
ক্যান্ডি: অতীতে ভারত-পাকিস্তান ম্যাচ ব্যাটে-বলের লড়াইয়ের বাইরেও একাধিক বিতর্কিত ঘটনার সাক্ষী থেকেছে। কখনও দুই দলের ক্রিকেটারদের উত্তপ্ত বাক্য বিনিময়, কখও আবার ধাক্কা-ধাক্কি পর্যন্তও গড়িয়েছে ঝামেলা। এবারের এশিয়া কাপও সাক্ষী থাকল আরও একটি বিতর্কিত ঘটনার। এবার কাঠগড়ায় পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। ইশান কিশানকে আউট করার পর যে অঙ্গভঙ্গি করলেন তা কখনই কাঙ্খিত নয়।
পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি ভারতের টপ অর্ডার। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে দলে টেনে নিয়ে যান ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া। হার্দিক অভিজ্ঞ হলেও বড় ম্যাচে চাপ সামলে যেভাবে ব্যাটিং করেন ইশান তা সত্যিং প্রশংসনী। ইশানেকে আউট করতে না পারায় চাপ বাড়ছিল পাকিস্তানের উপর।
advertisement
advertisement
হার্দিক ও ইশান মিলে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে দুশো পার নিয়ে যান। দলের ২০৪ রানের মাথায় ব্যক্তিগত ৮২ রানে হ্যারিস রউফের বলে হুক মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন ইশান। এরপর ইশান কিষানকে লক্ষ্য করে অপমানজনক অঙ্গভঙ্গি করেন হ্যারিস। দেখা যায় ইশান যখন আউট হন তখন হ্যারিস তাঁকে বেরিয়ে যেতে বলেন হাত দেখিয়ে। আঙুল উঁচিয়ে একাধিক বার মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। হ্যারিস রউফের এহেন আচরণের সমালোচনায় সরব নেটিজেনরা।
advertisement
haris rauf
nikal, nikal, nikal pic.twitter.com/VGUr6ZtAyc— amara. (@r__aymara) September 2, 2023
HARIS RAUF GIVES ISHAN KISHAN A SEND OFF!!!#PAKvIND #AsiaCup23 #AsiaCup #HarisRaufpic.twitter.com/NXZ1yHlqBU
— Muhammad Zain (@MCFCZain_) September 2, 2023
advertisement
আরও পড়ুনঃ IND vs PAK, Asia Cup 2023: হার্দিক ও ইশানের ব্যাটে লড়াইয়ে থাকল ভারত, পাকিস্তানের সামনে টার্গেট ২৬৭
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৬৬ রান করে ভারত। চাপের মুহূর্তে অনবদ্য ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া ইশান কিশান। ৮৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন হার্দিক ও ইশান করেন ৮২ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাহিন আফ্রিদি আর ৩টি করে উইকেট নেন হ্যারিস রউফ ও নাসিম শাহ। পাকিস্তানের সামনে ২৬৭ রানের টার্গেট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 9:17 PM IST