ভিলেন বৃষ্টি, কিউয়িদের বিপক্ষে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে গেল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
India vs New Zealand T20 warm up match abandoned due to rain at Gabba. ভিলেন বৃষ্টি, কিউয়িদের বিপক্ষে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে গেল
#ব্রিসবেন: শেষবার ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গিয়ে যাত্রা শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের। বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবর ভারতকে ঝামেলায় ফেলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম অনুশীলন ম্যাচে বাজেভাবে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
আরও পড়ুন - মেজাজে শাহিন আফ্রিদি, আগুনে গতির বলে আফগান ব্যাটসম্যানকে পাঠালেন হাসপাতালে
এই অবস্থায় নিজেদের দ্বিতীয় তথা শেষ প্র্যাক্টিস ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বিশ্বকাপের আগে নিজেদের কম্বিনেশন যাচাই করে নেওয়ার দু'দলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। যদিও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড় হয় তাদের।
advertisement
ট্রেনট বোল্ট, টিম সাউদি, লকি ফর্গুশন, ইশ সোধিদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের দেখে নেওয়ার সুযোগ হারালেন। মন রাখতে হবে শেষবার আরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড। রানার্স আপ হয়েছিল তারা।
advertisement
India vs New Zealand warm-up match has been abandoned due to rain! 🌧️#indvsnz #india #newzealand #t20 #warmup #worldcup #cricketuniverse pic.twitter.com/OCU9UTp8Hw
— Cricket Universe (@CricUniverse) October 19, 2022
advertisement
পাশাপাশি মার্টিন গাপ্তিল, ফিন আল্যেন, কেন উইলিয়ামসনদের বিপক্ষে ভারতীয় বোলাররা নিজেদের মেপে নেওয়ার সুবর্ণ সুযোগ হারালেন। তবে কিছু করার নেই। প্রকৃতির ওপর কার হাত আছে? তবে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কারণে বিশেষ চিন্তিত নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। নিজেদের প্রস্তুতি সঠিক পদ্ধতিতে চলছে। নেট প্র্যাকটিস চলছে নিয়ম মেনে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর খুশি দলের অনুশীলন পদ্ধতিতে। বোলিং কোচ পরশ মামরেও খুশি বোলারদের অনুশীলন পদ্ধতিতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2022 5:20 PM IST