বৃষ্টিই বাধা হতে পারে ভারত-নিউজিল্যান্ড ফয়সালার টি২০-তে
Last Updated:
তিরুবনন্তপুরমে ভারত-নিউজিল্যান্ড ফয়সলার টি২০-তে ফ্যাক্টর হতে পারে বৃষ্টি।
#তিরুবনন্তপুরম: প্রায় তিরিশ বছর পর আন্তর্জাতিক ম্যাচ। তবে সে সব ছাপিয়ে তিরুবনন্তপুরমে ভারত-নিউজিল্যান্ড ফয়সালার টি২০-তে ফ্যাক্টর হতে পারে বৃষ্টি। ঠিক যেমনটা হয়েছিল হায়দরাবাদে, অজিদের বিরুদ্ধে ফয়সলার টি২০-তে। সন্ধের সামান্য বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল ম্যাচ। বুধবারের ম্যাচের আগেও থাকছে সেই আশঙ্কা। সেইসঙ্গে থাকছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা।
রাজকোটে কোহলি-ধোনি রান পেলেও মুনরোর সেঞ্চুরির কাছে উড়ে গিয়েছে ভারত। ৩৭ বলে ৪৯ করলেও স্ট্রাইক রোটেশন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
তিরুবনন্তপুরমে ধোনির ভাগ্য যেন কিছুটা কোহলি-শাস্ত্রীর হাতেই। অভিষেকে উইকেট পেলেও প্রচুর রান দিয়েছিলেন মহম্মদ সিরাজ। তাঁকে বসানোর ভাবনায় টিম ম্যানেজমেন্ট। কানপুরে ফয়সলার ওয়ান-ডে হারতে হয়েছিল থ্রিলারে। ভারতের মাটিতে অন্তত প্রথমবার টি২০ সিরিজ জিততে মরিয়া উইলিয়ামসন।
advertisement
advertisement
Location :
First Published :
November 06, 2017 8:50 PM IST