করভা চৌথের জন্য পিছিয়ে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ !
Last Updated:
দিল্লির ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল এই ম্যাচ। দিন বদলে করা হল ২০ অক্টোবর।
#নয়াদিল্লি : করভা চৌথ ৷ এই দিন স্বামীর জন্য বিশেষ ভাবে উপবাস রাখেন স্ত্রী-রা ৷ চাঁদের সঙ্গে স্বামীর মুখ দেখেই উপবাস ভাঙেন তাঁরা ৷ এই বিশেষ পর্ব উত্তর ভারতে যথেষ্ট প্রচলিত ৷ কিন্তু যতো বড়ই উৎসব হোক না কেন, তার জন্য ম্যাচ কখনও পিছিয়ে গিয়েছে, এমনটা কিন্তু সচরাচর শোনা যায় না ৷ এমনকী, ভারতের সবচেয়ে বড় উৎসব দিওয়ালিতেও আগে ক্রিকেট ম্যাচ হয়েছে ৷ কিন্তু এবার বিশেষ কারণে ম্যাচ গেল পিছিয়ে ৷ আর তার কারণ হল করভা চৌথ ৷ হ্যাঁ, এই বিশেষ পর্বের জন্যই ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ান ডে হবে ১৯ অক্টোবরের বদলে ২০ অক্টোবর ৷
দিল্লির ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল এই ম্যাচ। দিন বদলে করা হল ২০ অক্টোবর। একদিন পিছিয়ে দেওয়া হল তৃতীয় একদিনের ম্যাচ। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে এই পরিবর্তনের কথা জানানো হয়। সিনিয়র বিসিসিআই এবং ডিডিসিএ-র সহ-সভাপতি সিকে খান্না জানিয়েছেন, এক দিন বদলের বিষয়টি বিসিসিআই মেনে নিয়েছে। তিনি বলেন, ‘‘আমরা বিসিসিআইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুরোধ মেনে নেওয়ার জন্য। আমরা চিঠিও পেয়ে গিয়েছি।’’
advertisement
আসলে ডিডিসিএ-র বক্তব্য ছিল উত্তর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব হল এই করভা চৌথ ৷ এইদিন ম্যাচ হলে মাঠে সেভাবে দর্শক আসবেন না ৷ অর্থাৎ টিকিট বিক্রি কম হবে বলেই মত ছিল দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৷ একদিনের পরিবর্তন টুর্নামেন্টের সূচীতে বিশেষভাবে প্রভাব ফেলবে না বলেও জানায় ডিডিসিএ ৷ তাদের সেই অনুরোধ শেষপর্যন্ত মেনে নিয়েছে বিসিসিআই ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2016 8:49 PM IST