ম্যাচের লাইভ স্কোর জানতে ক্লিক করুন------LIVE SCORE
#হ্যামিল্টন: ট্রেন্ট বোল্টের বিধ্বংসী স্পেলে কুপোকাৎ টিম ইন্ডিয়া ৷ চতুর্থ ওয়ান ডে-তে জ্বলে উঠলন কিউই পেসাররা ৷ মাত্র ৯২ রানেই অল আউট ভারত ৷ বোল্ট একাই নিলেন ৫টি উইকেট ৷ মাত্র ৩০.৫ ওভার স্থায়ী হল ভারতের ইনিংস ৷
১০ ওভার বল করে ৪টি মেডেন-সহ মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট নিলেন বোল্ট ৷ অন্যদিকে কলিন গ্র্যান্ডহোম নিলেন ৩টি উইকেট ৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ১০ নম্বরে নামা যুজবেন্দ্র চাহালের ৷ ৩৭ বলে ১৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷
New Zealand bowl India out for 92!
A Trent Boult-led bowling attack restricts the visitors to their seventh-lowest total in ODIs in the fourth match at Seddon Park.#NZvIND LIVE https://t.co/goloMnOKex pic.twitter.com/vgIRgVugRw — ICC (@ICC) January 31, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 4th ODI, India vs New Zealand, Trent Boult, ভারত-নিউজিল্যান্ড