India vs New Zealand: জলে গেল কেএল রাহুলের শতরান, মিচেলের দাপটে দ্বিতীয় একদিনের ম্যাচে হারল ভারত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: জলে গেল কেএল রাহুলের লড়াকু ইনিংস, দ্বিতীয় একদিনের ম্যাচে উইল ইয়াং এবং ডারিল মিচেলের দাপটে হারতে হল ভারতকে।
রাজকোট: জলে গেল কেএল রাহুলের লড়াকু ইনিংস, দ্বিতীয় একদিনের ম্যাচে উইল ইয়াং এবং ডারিল মিচেলের দাপটে হারতে হল ভারতকে। এদিন ইনিংসের শুরুটা ভালই করেছিল ভারত। রোহিত আর গিলের যুগলবন্দিতে প্রথম উইকেটে ৭০ রান তোলে ভারত। ৩৮ বলে মাত্র ২৪ রান করে আউট হন রোহিত।
রোহিত আউট হলে পরপর উইকেট পড়তে থাকে ভারতের। গিল, আয়ার এবং পরে বিরাটের উইকেট হারালে মাত্র ১১৮ রানে ৪ উইকেট চলে যায় ভারতের। সেখান থেকেই ভারতেই ইনিংসের হাল ধরেন কেএল রাহুল। রাহুলের ব্যাটে ভর করে ৯২ বলে ১১২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। যদিও তাঁকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ক্রিস ক্লার্ক। দীর্ঘ ৭ ম্যাচ পর এই ম্যাচে অর্ধ শতরান পেলেন না বিরাট।
advertisement
advertisement
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানে ২ উইকেট হারিয়ে একসময়ে চাপে পড়ে যায় কিউয়িরা। তারপরে উইল ইয়াং এবং ডারিল মিচেলের যুগলবন্দিতে ভারতের হাত থেকে দ্বিতীয় ম্যাচ ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ৯৮ বলে ৮৭ রান করেন ইয়াং। তবে ১১৭ বলে ১৩১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মিচেল। সদ্য প্রকাশিত একদিনের ব্যাটারদের তালিকায় দুই নম্বরে মিচেল, এই ম্যাচ জিতিয়ে ফের প্রমাণ করলেন কেন এই ফর্ম্যাটে তিনি অন্যতম সেরা।
advertisement
ভারতের হয়ে হর্ষিত রানা, কুলদীপ এবং প্রসিধ কৃষ্ণ একটি করে উইকেট পেয়েছেন। এই ম্যাচে হারের জেরে তিন ম্যাচের সিরিজ এখন ১-১। সিরিজ জিততে শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 10:01 PM IST








