India vs Lebanon: কিংস কাপে লেবাননের কাছে হার ভারতের, রেফারিং নিয়ে ক্ষোভ সন্দেশ ঝিঙ্গানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Lebanon: পুরো ম্যাচ জুড়ে খেলল ভারত। কিন্তু জয় পেল লেবানব। ১-০ গোলে ম্যাচ হেরে কিংস কাপে ব্রোঞ্জও হাতছাড়া হল ভারতীয় ফুটবল দলের। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে ম্যাচ হেরে চতুর্থ স্থানে থেকে শেষ করল ভারত। এদিনও ম্যাচ হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন সন্দেশ ঝিঙ্গান।
পুরো ম্যাচ জুড়ে খেলল ভারত। কিন্তু জয় পেল লেবানন। ১-০ গোলে ম্যাচ হেরে কিংস কাপে ব্রোঞ্জও হাতছাড়া হল ভারতীয় ফুটবল দলের। এর আগে ইরাকের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে সেমি ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। এদিন লেবাননের বিরুদ্ধে জিততে পারলে অন্তত ব্রোঞ্জ জিতে সম্মান রক্ষা হত। কিন্তু একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে ম্যাচ হেরে চতুর্থ স্থানে থেকে শেষ করল ভারত। এদিনও ম্যাচ হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন সন্দেশ ঝিঙ্গান।
এদিন ম্যাচ শুরুতে কিছুটা ছন্দহীন দেখায় ভারতীয় দলকে। প্রথম ১৫ মিনিট সেভাবে বলই পায়নি ইগর স্টিমাচের দল। এরপর ধীরে ধীরে খেলায় ফেরে ভারত। ছন্দ ফিরে পেতেই দাপটের সঙ্গে ফুটবল খেল ভারতীয় দল। মাঠের দুই প্রান্ত থেকে একের পর এক আক্রমণ গড়ে তোলে আকাশ মিশ্র ও আশিস রাই। তবে বক্সে বল সাপলাই সঠিকভাবে করতে পারছিলেন না। প্রথমার্ধে মনবীর সিংয়ের ক্রস থেকে প্রায় গোল করে ফেলেছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। তাঁর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
advertisement
দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাপায় ভারতীয় দল। একটি সহজ সুযোগ নষ্ট হয়। গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন অনিরুদ্ধ থাপা। এরপর একাধিক আক্রমণ গড়লেও কাজের কাজটা করতে পারেননিন ভারতীয় ফুটবলাররা। উল্টে ৭৭ মিনিটে গোল করে ফেলে লেবানন। আলি আল হজ ভারতীয় বক্সে বল পাঠান। সেই বলে জোরালো শট মারেন সাবরা। ভাল বাঁচান গুরপ্রীত। ফিরতি বলে বাইসাইকেল কিকে গোল করেন এল জেইন। এই গোলটি অউসাইড বলে ভারতীয় ফুটবলাররা দাবি জানালেও তাতে কর্ণপাত করেননি রেফারি।
advertisement
advertisement
শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও গোল শোধ করে ম্যাচে ফিরতে পারেনি ভারত। ১-০ গোলে ম্যাচ জেতে লেবানন। ম্যাচের পর রেফারিম নিয়ে ক্ষোভ উগরে দেন সন্দেশ ঝিঙ্গান। এই ম্যাচে তিনি অধিনায়কও ছিলেন। ম্যাচ শেষে সন্দেশ ঝিঙ্গান বলেন, ‘আমায় ফের গোলটা দেখতে হবে। যদি ওটা অফসাইড হয়, তাহলে এটা পুরোপুরি হাস্যকর।’ ইরাক ম্যাচের রেফারিং নিয়েও ক্ষোভ উগড়ে দেন সন্দেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2023 10:51 PM IST