India vs England: কোহলি কি বাদ দল থেকে? এবার মুখ খুললেন রোহিত শর্মা, কী বললেন ভারত অধিনায়ক

Last Updated:

India vs England Semifinal T20 World Cup 2024: বিরাট কোহলির ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। দল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয় জল্পনা। এবার কোহলিকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।

গায়ানা: আর কিছু সময়র মধ্যে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল। বড় ম্যাচে নামার আগে ভারতীয় দলের সবথেকে বড় চিন্তার কারণ হল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ফর্ম। আইপিএলের সর্বোচ্চ স্কোরারকে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দের ধারেকাছে পাওয়া যায়নি। শেষ দুই ম্যাচে কোহলির ব্যাটে রান দেখার অপেক্ষায় দল থেকে কোটি কোটি ফ্যানেরা।
এমন বিশ্বকাপ বিরাট কোহলির জীবনে এর আগে কাটেনি। প্রতিযোগিতায় ৬ ম্যাচে বিরাট কোহলি মোট করেছেন ৬৬ রান। একটিও অর্ধশতরান নেই। সর্বোচ্চ স্কোর ৩৭। স্ট্রাইক রেট ১০০। বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে খাতাই খুলতে পারেননি। ফলে বিরাট কোহলির ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। দল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয় জল্পনা। এবার কোহলিকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।
advertisement
সেমিফাইনালের আগে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা হলে রোহিত শর্মা বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। ভারত অধিনায়ক বলেন,”বিরাট কোহলির ফর্ম নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। যে কোনও দিন রান করেন তিনি। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব, ব্যাট চালিয়ে খেলব, কেউ সফল হবে কেউ হবে না, ঠিক তেমনই কোহলির ফর্ম নিয়ে চর্চার কোনও কারণ নেই।”
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। ভারতীয় সময় রাত ৮টায় গায়ানায় হবে ম্যাচ। তবে এই ম্যাচ প্রধান বাধা বৃষ্টি। ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচ। খেলা না হলে সুপার এইট রাউন্ডে লিগ টেবিলে এগিয়ে থাকার সৌজন্য ফাইনালে চলে যাবে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: কোহলি কি বাদ দল থেকে? এবার মুখ খুললেন রোহিত শর্মা, কী বললেন ভারত অধিনায়ক
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement