India vs England: এখন কী অবস্থা গায়ানার আবহাওয়ার? ম্যাচ হবে তো? রইল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England Semifinal T20 World Cup 2024: ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। কারণ গায়ানায় বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন কী অবস্থা গায়ানার? দেখুন ভিডিও।
গায়ানা: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর মেগা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারতীয় সময় ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে মেগা ম্যাচ। ১৩ বছর ধরে আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা। একইসঙ্গে গত টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি-২০ বিশ্বকাপের সেমিতে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ফলে অস্ট্রেলিয়ার পর আরও এক বদলার ম্যাচ ভারতের পর।
কিন্তু ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। কারণ গায়ানায় বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ থেকে ৮৮ শতাংশ। ম্য়াচের সময় বৃষ্টির সম্ভাবনাও বেশি। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না।তার মধ্য়ে ম্যাচ শুরুর আগে গায়ানার যে ভিডিও সামনে এসেছে তাতে দুশ্চিন্তা আরও বাড়বে।
advertisement
এএনআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে গায়ানায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে ম্য়াচ কতক্ষণের মধ্যে শুরু করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে মাঠের মধ্যে জল রয়েছে। ফলে ম্যাচ সঠিক সময়ে হবে কিনা তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে।
advertisement
advertisement
#WATCH | Rain lashes Guyana ahead of semi-final clash between India and England in T20 World Cup 2024 pic.twitter.com/roIl3RZcgZ
— ANI (@ANI) June 27, 2024
Not so good at the moment 😞
Rained heavily when we were on our way and it’s drizzling now
But good news is , the. Sun is peeping out #IndvsEng #T20WorldCup #CricketTwitter pic.twitter.com/KMA50Y10ml
— DK (@DineshKarthik) June 27, 2024
advertisement
আরও পড়ুনঃ India vs England: কোহলি কি বাদ দল থেকে? এবার মুখ খুললেন রোহিত শর্মা, কী বললেন ভারত অধিনায়ক
—- Polls module would be displayed here —-
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। ভারতীয় সময় রাত ৮টায় গায়ানায় হবে ম্যাচ। তবে এই ম্যাচ প্রধান বাধা বৃষ্টি। ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচ। খেলা না হলে সুপার এইট রাউন্ডে লিগ টেবিলে এগিয়ে থাকার সৌজন্য ফাইনালে চলে যাবে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2024 7:12 PM IST