India vs England: অধিনায়কত্ব-ব্যাটিং নিয়ে সমালোচনা, কোহলির সঙ্গে তুলনা, ইংল্যান্ডের টার্গেট রোহিত শর্মা

Last Updated:

India vs England 2nd Test: মাইকেল ভন থেকে জিওফ্রে বয়কট সকলের নিশানাতেই রোহিতের ব্যাটিং ও অধিনায়কত্ব। এমনকী কোহলির সঙ্গে তুলনাও করা হচ্ছে রোহিতের।

রোহিত শর্মা
রোহিত শর্মা
বিশাখাপত্তনম: হায়দরাবাদ টেস্টে ভারতকে হারানোর পর থেকেই মাইন্ড গেম খেলতে শুরু করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা। মাঠে ও মাঠের বাইরে টিম ইন্ডিয়াকে চাপে রাখতে অধিনায়ক রোহিত শর্মাকে টার্গেট করছেন ব্রিটিশরা। মাইকেল ভন থেকে জিওফ্রে বয়কট সকলের নিশানাতেই রোহিতের ব্যাটিং ও অধিনায়কত্ব। এমনকী কোহলির সঙ্গে তুলনাও করা হচ্ছে রোহিতের।
এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন হায়াদরাবাদ টেস্ট জয়কে ভারতকে ঘরের মাঠে হারানো ইংল্যান্ডের সেরা টেস্ট জয় হিসেবে আখ্যা দিয়েছেন। এমনকী রোহিত শর্মার বদলে বিরাট কোহলি যদি হায়দরাবাদ টেস্টে ভারতের অধিনাকত্ব করতেন, তাহলে ভারত প্রথম টেস্ট হারত না বলেই মনে করেন মাইকেল ভন।
এই বিষয়ে ওই সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন,”ভারতীয় দল হায়দরাবাদ টেস্টে বিরাট কোহলির অধিনায়কত্বকে ব্যাপকভাবে মিস করেছে। বিরাটের হাতে অধিনায়কত্ব থাকলে প্রথম টেস্ট ভারত হারত না। রোহিত সেদিন পুরোপুরি অফ ছিল এবং সাদামাটা অধিনায়কত্ব করেছেন।” রোহিতের অধিনায়কত্বের সমালোচনা করলেও ভারত অধিনায়ক একজন কিংবদন্তী ব্যাটার বলেছেন মাইকেল ভন।
advertisement
advertisement
অন্যদিকে জিওফ্রে বয়কট এক সাক্ষাৎকারে রোহিত শর্মার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী রোহিত শর্মা নিজের সেরা সময়টা পেরিয়ে এসেছে বলেও জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা। ভারতের ফিল্ডিংয়েরও সমালোচনা করেছেন জিওফ্রে বয়কট। এছাড়া কোহলির না থাকাটা ইংল্যান্ডের জন্য ভালো খবর ও কোহলি আসার আগে দ্বিতীয় টেস্টও বেন স্টোকসদের জিতে নেওয়ার পরামর্শ দিয়েছেন জিওফ্রে বয়কট।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: অধিনায়কত্ব-ব্যাটিং নিয়ে সমালোচনা, কোহলির সঙ্গে তুলনা, ইংল্যান্ডের টার্গেট রোহিত শর্মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement