Ind vs Eng: বিশাখাপত্তনমে নতুন বাজবল! দ্বিতীয় টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারী ম্যাকালামের

Last Updated:

India vs England 2nd Test: বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ব্রিটিশরা। এমনকী বাজবলের নতুন রূপও নিয়ে আসতে পারেন বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্য়াকালাম।

বিশাখাপত্তনম: হায়দরাবাদ টেস্ট ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড। টেস্ট সিরিজ শুরুর আগে তাদের নামের সঙ্গে ফেভারিট তকমা না থাকলেও, একটা ম্যাচ সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ব্রিটিশরা। এমনকী বাজবলের নতুন রূপও নিয়ে আসতে পারেন বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্য়াকালাম।
ভারতীয় দল সূত্রে খবর বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে টার্নিং ট্র্যাক চেয়েছে ভারতীয় দল। তাই ভারতের অস্ত্রেই তাদের ফের মাত দেওয়ার জন্য পাল্টা আক্রমণের পথ বেছে নিচ্ছেন ইংল্যান্ড কোচ। বাজবলের এত দিন মানে ছিল প্রতিপক্ষ দলের বোলারদের ভয় না পেয়ে বা চেপে বসতে না দিয় পাল্টা আক্রমণ। এবার বোলিংয়ের ক্ষেত্রেও একই নীতি নিতে চলেছেন ব্র্যান্ডন ম্যাকালাম।
advertisement
এক রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাকালাম বলেছেন,”যদি পরিস্থিতি তেমন দেখি যে পুরোপুরি স্পিনিং ট্র্যাক রয়েছে তাহলে আমরা ৪ জন স্পিনার নিয়েও নামতে পারি। দলে কোনও পেসার থাকবে না। আমাদের সফরকারী দলে যথেষ্ট স্পিনাক রয়েছে। শোয়েল বসিরও যোগ দিয়েছেন দলের সঙ্গে। বিশাখাপত্তনমে আমরা শুধু স্পিন আক্রমণ নিয়েও নামতে পারি।”
advertisement
advertisement
শুধু চার স্পিনার খেলানোর হুঙ্কারই নয়, নিজের দলের স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম। হার্টলি প্রথন শ্রেণির উইকেটে মাত্র ৪০ উইকেটের অভিজ্ঞতা নিয়ে ভারতের মত দলের বিরুদ্ধে যেভাবে বোলিং করেছে তা প্রশাংর। লিচের হাল্কা চোট থাকলেও তাঁর খেলা নিয়ে কোও সমস্যা হবে না বলেই মনে করেন ম্যাকালাম। এছাড়া বিশাখাপত্তনমে বশিরের টেস্ট অভিষেক দেখার জন্যও মুখিয়ে রয়েছেন ইংল্যান্ড কোচ। ভারতকে পাল্টা চাপে রাখতে কোনও কসুর রাখছে না ইংল্যান্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: বিশাখাপত্তনমে নতুন বাজবল! দ্বিতীয় টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারী ম্যাকালামের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement