U19 World Cup Final : রাজ এবং রবির দাপটে ফাইনালে ১৮৯ রানে শেষ ইংল্যান্ড, লড়াই শুধু রিউর

Last Updated:

India vs England Live Score, U19 World Cup 2022 Final Raj Bawa 5 and Ravi Kumar 4 wickets as England all out 189. ইংল্যান্ডের হয়ে জেমস রিউ ৯৫ করলেও ফাইনালে চাবি ভারতের হাতে।

ইংল্যান্ডের হয়ে জেমস রিউ ৯৫ করলেও ফাইনালে চাবি ভারতের হাতে
ইংল্যান্ডের হয়ে জেমস রিউ ৯৫ করলেও ফাইনালে চাবি ভারতের হাতে
ইংল্যান্ড - ১৮৯ 
৪৪.৫ ওভার
#অ্যান্টিগা: ভারতবর্ষের বুক থেকে অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ রাজ। আজ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে আবার ব্রিটিশ রাজ অর্ধেক শেষ করে দিলেন রাজ বাওয়া। যে কোন খেলায় পরিশ্রমের পাশাপাশি সফল হতে গেলে আর যে দু'টো জিনিস দরকার, একটা হল সাহস, অন্যটা ভাগ্য। আবার কথায় বলে ভাগ্য নাকি সাহসীদের সহায় হয়।
advertisement
advertisement
শনিবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জর অন্যতম মনোরম জায়গা অ্যান্টিগায় অনূর্ধ্ব উনিশ ফাইনালে নামার আগে থেকেই ফেভারিট ছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেট পন্ডিত থেকে বুকি - সকলেই এগিয়ে রেখেছিলেন টিম ইন্ডিয়াকে। এদিন টস ভাগ্য সহায় ছিল না ভারতের। ইয়াশ ধুল টস হারের পর ইংল্যান্ড অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই উইকেটে দুদিন আগে ৩৬৫ তুলেছিল পাকিস্তান। তাই ভুল সিদ্ধান্ত নেননি ইংলিশ অধিনায়ক।
advertisement
কিন্তু তিনি কি জানতেন আজ ইংল্যান্ডকে এভাবে পথে বসতে হবে? ব্রিটিশ সিংহ এভাবে বেড়ালে পরিণত হবে আশা করেননি অতি বড় ভারত সমর্থক। ম্যাচের শুরু থেকেই যেন তেল খাওয়া মেশিনের মত ইংলিশদের ওপর ঝাঁপিয়ে পড়ল ভারত। জ্যাকব বেথেলকে (২) এলবিডব্লিউ করলেন রবি কুমার। ধাক্কা সামলে উঠতে না উঠতে ফিরে গেলেন অধিনায়ক টম প্রেস্ট। ঘাতকের নাম সেই রবি কুমার। রবির বলে বোল্ড হলেন তিনি খাতা না খুলেই।
advertisement
এরপর যেন আসা-যাওয়ার পালা লেগে রইল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংলিশ ব্যাটিং। চাপের মধ্যেও কাউন্টার অ্যাটাক করছিলেন জর্জ থমাস। বেশ কিছু দর্শনীয় শট খেলেন। কিন্তু রাজ বাওয়ার বলে মারতে গিয়ে ফিরে গেলেন সহজ ক্যাচ দিয়ে। এরপর উইলিয়াম লাক্সটন (৪), জর্জ বেল (০), রেহান আহমেদ (১০) ফিরে গেলেন কয়েকটা বলের ব্যবধানে।
advertisement
ইংলিশ মিডল অর্ডারকে দুমড়ে-মুচড়ে দিলেন রাজ বাওয়া। তার মিডিয়াম পেস বল যেমন মুভ করল, তেমনই শর্ট বল করে চমকে দিলেন প্রতিপক্ষকে। এরপর আলেক্স (১০) ফিরে গেলেন তামবের বলে ইয়াশের হাতে ক্যাচ দিয়ে। কিন্তু প্রায় একা কুম্ভ রক্ষা করার মত লড়াই করলেন জেমস রিউই। অর্ধশতরান করলেন। একাই অক্সিজেন ফিরিয়ে দিলেন ইংল্যান্ড শিবিরে।
advertisement
লজ্জার গল্প লেখা থেকে বাঁচালেন ব্রিটিশদের। ভাগ্য খারাপ রিউর। আউট হয়ে গেলেন ৯৫ করে। রবি কুমারের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ নিলেন কৌশল। এরপর রবি কুমার এবং রাজ একটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের গল্প শেষ করে দিলেন। পাঁচ উইকেট নিয়েছেন রাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup Final : রাজ এবং রবির দাপটে ফাইনালে ১৮৯ রানে শেষ ইংল্যান্ড, লড়াই শুধু রিউর
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement