India vs England: স্লগ ওভারে কামব্যাক টিম ইন্ডিয়ার, সেমির লড়াইতে থাকতে টার্গেট ২৮৯

Last Updated:

India vs England: প্রথমে ইংরেজ ব্যাটারদের দাপট, পরে ভারতীয় বোলারদের স্লগওভারে কামব্যাক। মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই থাকতে ভারত ও ইংল্যান্ডের টান টান লড়াই।

News18
News18
প্রথমে ইংরেজ ব্যাটারদের দাপট, পরে ভারতীয় বোলারদের স্লগওভারে কামব্যাক। মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই থাকতে ভারত ও ইংল্যান্ডের টান টান লড়াই। হেদার নাইটের সেঞ্চুরি, অ্যামি জোনসের হাফ সেঞ্চুরি ও ন্যাট স্কিভার ব্রান্টের উল্লেখযোগ্য অবদানের সৌজন্যে ভারতের সামনে টার্গেট ২৮৯ রান। ভারতের হয়ে সবথেকে বেশি ৪টি উইকেট নেন দীপ্তি শর্মা।
ইনদওরে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাসমিন বিউমন্ট ও অ্যামি জোন্স ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৭৩ রানের পার্টনারশিপ করেন ওপেনিং জুটিতে। অ্যামি জোন্স ৫৬ রান করেন। চতুর্থ উইকেটে বড় পার্টনারশিপ গড়েন ন্যাট স্কিভার ব্রান্ট ও হেদার নাইট। এই জুটি ব্যাটিং করার সময় মনে হচ্ছি ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যেতে পারে।
advertisement
advertisement
চতুর্থ উইকেটে এই দুজন মিলে ১১৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ড ৩০০-র বেশি স্কোর করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ব্রান্ট ৩৮ রানে ফিরতেই ম্যাচে ফেরে ভারতীয় দল। নাইট সেঞ্চুরি পূরণ করেন। ১০৯ রানে রানআউট হন তিনি। এরপর স্লগ ওভারে ম্যাচের রং পাল্টে দেন ভারতীয় বোলাররা। মোট ৫টি উইকেট পড়ে স্লগ ওভারে। ইংল্যান্ডকে ২৮৮ রানে বেঁধে দেয় টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: স্লগ ওভারে কামব্যাক টিম ইন্ডিয়ার, সেমির লড়াইতে থাকতে টার্গেট ২৮৯
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement