ভাইজ্যাগে বল ঘুরবে টেস্টের দ্বিতীয় দিন থেকেই : পিচ কিউরেটর

Last Updated:

ইতিমধ্যেই বিরাট এবং কুকরা পৌঁছে গিয়েছেন সিরিজের তাঁদের দ্বিতীয় ভেন্যুতে ৷ সেখানে পৌঁছেই একটা বিষয় নিয়ে জল্পনা এখন তুঙ্গে ৷ সেটা হল ভাইজ্যাগের বাইশ গজ ৷

#বিশাখাপত্তনম: রাজকোটে প্রথম টেস্ট ড্র ৷ এবার ভারত এবং ইংল্যান্ড দু’দলের গন্তব্য বিশাখাপত্তনম ৷ ইতিমধ্যেই বিরাট এবং কুকরা পৌঁছে গিয়েছেন সিরিজের তাঁদের দ্বিতীয় ভেন্যুতে ৷ সেখানে পৌঁছেই একটা বিষয় নিয়ে জল্পনা এখন তুঙ্গে ৷ সেটা হল ভাইজ্যাগের বাইশ গজ ৷ পিচ কেমন হবে ?  এটা নিয়ে ইংল্যান্ডের থেকেও যেন বেশি চিন্তা ভারতের ৷ কারণ রাজকোটের পিচে ঘাস যে মোটেই পছন্দ হয়নি অধিনায়ক বিরাটের ৷ এখানে একই ঘটনার পুনরাবৃত্তি হোক, সেটা একেবারেই চায় না ভারতীয় শিবির ৷ অনেক কষ্টে সৌরাষ্ট্রে ড্র করার পর এবার বিশাখাপত্তনমে টেস্ট জিততে মরিয়া ভারত ৷
বিশাখাপত্তনমের পিচ কিউরেটর কস্তুরী শ্রীরাম অবশ্য বিরাটদের জন্য আশার কথাই শুনিয়েছেন ৷ এই পিচে নাকি বল টেস্টের দ্বিতীয় দিন থেকেই ঘুরবে ৷ উইকেটের ঘাসও ছেঁটে ফেলা হচ্ছে বলে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷তবে এই পিচ শুধুমাত্র হোম টিমের কথা ভেবেই যে তৈরি হয়নি, সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন ভাইজ্যাগের ক্রিকেট সংস্থার কর্তারা ৷
advertisement
রঞ্জি ট্রফিতে এই পিচেই কয়েক মাস আগে মাত্র ৬৯ রানে শেষ হয়ে গিয়েছিল রাজস্থান ৷ মাত্র তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল সেই ম্যাচ ৷ এবার যাতে সেরকম কিছু না ঘটে, তার জন্য যথেষ্ট তৎপর অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ভাইজ্যাগে বল ঘুরবে টেস্টের দ্বিতীয় দিন থেকেই : পিচ কিউরেটর
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement