Joe Root Breaks Sachin Tendulkar Record:সচিন তেন্ডুলকের রেকর্ড এবার ভাঙলেন জো রুট, শীর্ষে ইংল্যান্ড ব্যাটার

Last Updated:

Joe Root Breaks Sachin Tendulkar Record: হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট কিন্তু মাত্র ২৯ রানের ইনিংস খেলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

হায়দরাবাদ: হায়দরাবাদে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে ব্রিটিশ লায়ন্সরা। ব্যাটিংয়ে অধিনায়ক বেন স্টোকসের ৭০ রান ছাড়া কোনও বড় ইনিংস নেই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট কিন্তু মাত্র ২৯ রানের ইনিংস খেলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ইতিহাসে এতদিন সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের সবথেকে বড় ফর্ম্যাটে ৫৩টি ইনিংসে ২৫৩৫ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। যেই রেকর্ড এতদিন অটুট ছিল।
হায়দরাবাদে জো রুট ব্যাট করতে নামার আগে ভারতের বিরুদ্ধে টেস্টে জো রুটের স্কোর ছিল ২৫২৬। সচিন তেন্ডুলকের রেকর্ড ভাঙার জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান। সেই রান করতেই সচিনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২৯ রান করে আউট হওয়ার পর জো রুটের ভারতের বিরুদ্ধে স্কোর দাঁড়িয়েছে ৪৬ ইনিংসে ২৫৫৫ রান।
advertisement
advertisement
প্রসঙ্গত, এই তালিকায় বর্তমানে শীর্ষে জো রুট, দ্বিতীয় সচিন তেন্ডুলকর। তারপর ৬৭টি ইনিংসে ২৪৮৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরও এক কিংবদন্তী সুনীল গাভাসকর। ৫৪টি ইনিংসে ২৪৩১ রান করে চতুর্থ স্থানে রয়েছেন অ্যালেস্টার কুক। ৫০টি ইনিংসে ১৯৯১ রান পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Joe Root Breaks Sachin Tendulkar Record:সচিন তেন্ডুলকের রেকর্ড এবার ভাঙলেন জো রুট, শীর্ষে ইংল্যান্ড ব্যাটার
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement