Indian Hockey Team: বাংলাদেশকে ১২-০ গোলে হারাল ভারত, মোট ৫৮ গোল করে সেমিতে মনদীপ-হরমনপ্রীতরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh Indian Hockey Team beat Bangladesh by 12-0 goals in Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের স্বপ্নের দৌড় অব্যাহত। সামনে যেই দলই আসছে তাদের কার্যত হোলের মালা পরিয়ে উড়িয়ে দিচ্ছে ভারত। এবার বাংলাদেশকে ১২-০ গোলে হারাল ভারত।
এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের স্বপ্নের দৌড় অব্যাহত। সামনে যেই দলই আসছে তাদের কার্যত গোলের মালা পরিয়ে উড়িয়ে দিচ্ছে ভারত। উজবেকিস্তান, সিঙ্গাপুরকে ১৬ গোল করে দেওয়ার পর পাকিস্তানকে ১০ গোল দিয়েছিল হকি টিম ইন্ডিয়া। এবার বাংলাদেশকে দুরমশ করল ভারত। ১২-০ গোল অর্থাৎ বাংলাদেশকে পুরো এক ডজন গোল দিল ভারত।
অন্যান্য দলকে বুঝে নেওয়ার জন্য খানিক সময় নিলেও বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় ভারত। ম্যাচের ২ মিনিটেই প্রথম গোল চলে আসে। গোলের খাতা খোলেন হরমনপ্রীত সিং। এরপর গোটা ম্যাচ জুড়ে শুধুই ভারতের একাধিপত্য। নিয়মিত ব্যবধানে একের পর এক গোল করতে থাকে ভারত। ১২ গোলের মধ্যে একাই ৩টি করে গোল করে হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। বাংলাদেশ দলকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল ভারতীয় হকি দল।
advertisement
INDIA, your team is through to semi final of #HangzhouAsianGames 😍
Next Match:
📆 3rd Oct 7:45 AM IST
India 🇮🇳 Vs Hong Kong China 🇭🇰(Women)
📍Hangzhou, China.
📺 Streaming on Sony LIV and Sony Sports Network.#HockeyIndia #IndiaKaGame #AsianGames #TeamIndia… pic.twitter.com/NBaQTTfGLg— Hockey India (@TheHockeyIndia) October 2, 2023
advertisement
advertisement
এদিন ম্যাচের ২, ৪ ও ৩২ মিনিটে গোল করেন হরমনপ্রীত সিং। ১৮, ২৪ ও ৪৬ মিনিটে গোল করেন মনদীপ সিং। ৪১ ও ৫৭ মিনিটে গোল করেন অভিষেক। এছাড়া ২৩ মিনিটে ললিক কুমার উপাধ্যায়, ২৮ মিনিটে অমিত রোহিদাস, ৪৭ মিনিটে নীলকান্ত শর্মা ও ৫৬ মিনিটে গুরজন্ত সিং গোল করেন। এছাড়াও গোটা ম্যাচে যে সুযোগ নষ্ট করেছে ভারত তা গোলে পরিণত হলে বাংলাদেশের লজ্জা আরও বাড়ত।
advertisement
প্রসঙ্গত, গ্রুপ লিগের ৫টি ম্যাচ খেলে ৫টিতেই জয় পেয়েছে ভারতীয় হকি দল। গ্রুপ শীর্ষে থেকেই সেমি ফাইনালের টিকিট পাকা করল হরমনপ্রীত সিং, মনদীপ সিংরা। মোট ৫ ম্যাচে ৫৮ গোল করে এশিয়ান গেমসের লিগ পর্বে রেকর্ড বুকেও নাম লিখিয়ে ফেলল ভারতীয় হকি দল। এবার লক্ষ্য শুধু সোনা জয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 3:44 PM IST