ICC World Cup 2023: ৫ 'অধিনায়কের' শেষ ক্রিকেট বিশ্বকাপ! তালিকায় সকলেই তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 This is probably the last World Cup for 5 captains ICC World Cup 2023: ৫ তারিখ থেকে শুরু আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩। ক্রিকেট জ্বর ধীরে ধীরে গ্রাস করছে বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিদের। তবে এবার বিশ্বকাপ এমন ৫ জন অধিনায়ক রয়েছে যাদের পরের বিশ্বকাপে আর নাও দেখা যেতে। তালিকায় সকলেই তারকা ক্রিকেটার।
advertisement
রোহিত শর্মা: প্রথমেই আসা যায় এবার বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মার কথায়। দেশকে তৃতীয়বার বিশ্বসেরার করার গুরু দায়িত্ব রোহিতের কাঁধে। সঙ্গে ওপেনিংয়ে ব্যাট হাতে ইনিংস শুরুর দায়িত্ব। বিশ্বকাপ জয় এখন পাখির চোখ রোহিতের। বর্তমানে রোহিত শর্মার বয়স ৩৭ পেরিয়েছে। খুব বেশি বছর আর তিনি ক্রিকেট খেলবেন বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। আর পরের বিশ্বকাপ ২০২৭ সালে রোহিতের বয়স ৪১ পেরিয়ে যাবে। ফলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
advertisement
advertisement
কেন উইলিয়ামসন: পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম নিউজিল্যান্ডের অধিনায়ক তারকা মিডিল অর্ডার ব্যাটার কেন উইলিয়ামসনের। প্রথমক একের পর এক চোট সমস্যায় কাবু কেন। বিশ্বকাপের দলে থাকলেও একনও পুরোপুরি ফিট নন তিনি। আর বর্তমানে তার বয়স ৩৪। ফলে পরের বিশ্বকাপে খেলার জন্য বয়সটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কেন উইলিয়ামলনের। এছাড়া ততদিন তাঁর অধিনায়ক থাকার সম্ভাবনা খুবই কম।
advertisement
advertisement