IND vs BAN: কানপুরে বাংলাদেশি ফ্যানের উপর হামলা! বেধড়ক মারধর! ভারত-বাংলাদেশ টেস্টে অযাচিত ঘটনা

Last Updated:

India vs Bangladesh: কানপুরে নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা দেরিতে খেলা হলেও একাধিকবার বন্ধ হয়েছে খেলা। কিন্তু এরই মধ্যে কানপুরে গ্যালারিতে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। এক বাংলাদেশি ফ্যানকে উঠল বেধড়ক মারধরের অভিযোগ।

Photo Source: Collected
Photo Source: Collected
কানপুরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা দেরিতে খেলা হলেও একাধিকবার বন্ধ হয়েছে খেলা। কিন্তু এরই মধ্যে কানপুরে গ্যালারিতে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। এক বাংলাদেশি ফ্যানকে উঠল বেধড়ক মারধরের অভিযোগ।
গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট দেখতে উপস্থিত ছিলেন বাংলাদেশের নামকরা ‘সুপার ফ্যান’ টাইগার রবি। অভিযোগ ম্যাচ চলাকালীন টাইগার রবিকে কিছু লোক মারধর করেছে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় টাইগার রবিকে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
তার আঘাতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। আঘাতের বিষয়ে ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। কে বা কারা বাংলাদেশের ফ্যানকে মারধর করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রিস্থিতির সঠিক বিবরণ জানতে স্ট্যান্ড থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাচাই করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রসঙ্গত,বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। কানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ একদিকে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের, অপরদিকে ভারতের সামনে টাইগারদের হোয়াইট ওয়াশ করার সুযোগ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs BAN: কানপুরে বাংলাদেশি ফ্যানের উপর হামলা! বেধড়ক মারধর! ভারত-বাংলাদেশ টেস্টে অযাচিত ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement