IND vs BAN: কানপুরে বাংলাদেশি ফ্যানের উপর হামলা! বেধড়ক মারধর! ভারত-বাংলাদেশ টেস্টে অযাচিত ঘটনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh: কানপুরে নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা দেরিতে খেলা হলেও একাধিকবার বন্ধ হয়েছে খেলা। কিন্তু এরই মধ্যে কানপুরে গ্যালারিতে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। এক বাংলাদেশি ফ্যানকে উঠল বেধড়ক মারধরের অভিযোগ।
কানপুরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা দেরিতে খেলা হলেও একাধিকবার বন্ধ হয়েছে খেলা। কিন্তু এরই মধ্যে কানপুরে গ্যালারিতে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। এক বাংলাদেশি ফ্যানকে উঠল বেধড়ক মারধরের অভিযোগ।
গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট দেখতে উপস্থিত ছিলেন বাংলাদেশের নামকরা ‘সুপার ফ্যান’ টাইগার রবি। অভিযোগ ম্যাচ চলাকালীন টাইগার রবিকে কিছু লোক মারধর করেছে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় টাইগার রবিকে। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
তার আঘাতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। আঘাতের বিষয়ে ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। কে বা কারা বাংলাদেশের ফ্যানকে মারধর করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রিস্থিতির সঠিক বিবরণ জানতে স্ট্যান্ড থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাচাই করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
advertisement
advertisement
VIDEO | Bangladesh cricket team’s ‘super fan’ Tiger Roby was allegedly beaten up by some people during the India-Bangladesh second Test match being played at Kanpur’s Green Park stadium. He was taken to hospital by the police. More details are awaited.#INDvsBAN #INDvsBANTEST… pic.twitter.com/n4BXfKZhgy
— Press Trust of India (@PTI_News) September 27, 2024
advertisement
প্রসঙ্গত, প্রসঙ্গত,বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। কানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ একদিকে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের, অপরদিকে ভারতের সামনে টাইগারদের হোয়াইট ওয়াশ করার সুযোগ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 3:05 PM IST