Viral Video: অনুষ্কা শর্মা নয়, 'বিরাট কোহলিকে' ঠোট ঠাসা চুমু এক তরুণির, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
Viral Video: ২২ গজের রানমেশিন বিরাট কোহলি বরাবর ক্রিকেট প্রেমিদের মনে ঝড় তোলেন। তবে শুধু ব্যাটার বিরাট নয়, মাচো লুকের হ্যান্ডসাম কোহলিও বিরাট ঝ়ড় তোলেন নারী হৃদয়ে।
দিল্লি: ২২ গজের রানমেশিন বিরাট কোহলি বরাবর ক্রিকেট প্রেমিদের মনে ঝড় তোলেন। তবে শুধু ব্যাটার বিরাট নয়, মাচো লুকের হ্যান্ডসাম কোহলিও বিরাট ঝ়ড় তোলেন নারী হৃদয়ে। ২০১৭ সালে হয়ে গিয়েছে বিয়েছে। এক কন্যা সন্তানের বাবাও। বয়সও ৩৫-এর দোরগোড়ায়। ভারতীয় দল ও আইপিএলে আরসিবি-র অধিনায়কত্বও নেই। তাতে কুছ পরোয়া নেহি বিরাট কোহলি মহিলার ফ্যান ফলোয়িংয়ে। এবার 'বিরাট কোহলিকে' লিপ কিস করে ভাইরাল হলেন এক তরুণি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে ঠোট ঠাসা চুমু দিচ্ছেন এক তরুণি। 'বিরাট কোহলির' ঠোটে নিজের গাল ঠেকান ওই তরুণি। এই পুরো ঘটনাটি ঘটেছে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে। ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। সেই মূর্তিতে একাধিক চুমু খাচ্ছেন ওই তরুণি। বিরাট কোহলির মূর্তির কাছ থেকেও চুমু নেওয়ার চেষ্টা করেন ওইণ তরুণ।
advertisement
Aisi ladkiyon se putle safe nahi hai pic.twitter.com/kaQybcLOOa
— Byomkesh (@byomkesbakshy) February 20, 2023
advertisement
Yeh dekhne se pehle main mar kyu nahi gayi😭😭😭😭 pic.twitter.com/vpTjmGXNUy
— Viratian forever! (@viratdiaries_) February 19, 2023
আরও পড়ুনঃ Lionel Messi: মেসির অবিশ্বাস্য গোল, স্তম্ভিত-হতবাক গোটা বিশ্ব, অবাক এমবাপে-নেইমার, দেখুন ভিডিও
advertisement
এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বিরাট কোহলিকে কাছ থেকে একবার দেখার জন্য বা ছুয়ে জেখার জন্য ফ্যানেদের মধ্যে উন্মাদনা দেখা যায়। প্রাক্তন ভারত অধিনায়ককে সামনে পেলে সেলফি তোলার জন্যও হিড়িক পড়ে যায়। লাইন লেগে যায় অটোগ্রাফ নেওয়ার। কিন্তু বিরাট কোহলির মূর্তি কাছে পেয়েও যে এমনভাবে ভালোবাসা উজার করে দেওয়া তা নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 5:55 PM IST