আহমেদাবাদ: বিশ্ব জুড়ে পালিত হচ্ছে নারী দিবস। আর নারী দিবসে সুখবর দিলেন ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব। দ্বিতীয়বার তার ঘর আলো করে এল কন্যা সন্তান। এ আগেও একটি মেয়ে রযেছে উমেশের। ২০২১ সালে নতুন বছরের শুরুতেই বাবা হয়েছিলেন উমেশ। বিয়ের সাত বছর পর প্রথমবার পিতৃসুখ পেয়েছিলেন ভারতীয় পেসার। আর ২ বছর যেতে না যেতেই দ্বিতীয়বার বাবা হলেন উমেশ। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন তিনি।
গত মাসেই বাবাকে হারিয়েছিলেন উমেশ যাদব। তারপর ভেঙেও পড়েছিলেন তিনি। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেতেই জ্বলে ওঠেন ডান হাতি পেসার। তার রিভার্স সুইংয়ের কোনও জবাব ছিল অজি ব্যাটারদের। দেশের জার্সিতে কামব্যাকের পরপরই এবার ব্যক্তিগত জীবনেও এল সুখবর। সোশ্যাল মিডিয়া পোস্ট করে উমেশ যাদব জানান, বুধবার মার্চের আট তারিখ কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে গর্বিত উমেশ ও তানিয়া। ভারতীয় তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ফ্যান, সতীর্থরা।
Blessed with baby girl ❤️ pic.twitter.com/nnVDqJjDGs
— Umesh Yaadav (@y_umesh) March 8, 2023
আরও পড়ুনঃ WPL 2023: মহিলা আইপিএলে দুই 'বাজপাখি', চোখ ধাঁধানো ক্যাচ রাধা ও কিরণের, ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দল হারলেও প্রথম ইনিংসে অনবদ্য বোলিং করেছিলেন উমেশ যাদব। ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ক্যমেরন গ্রিন, মিচেল স্টার্ক ও টড মারফির উইকেট তোলেন। তারপরই চতুর্থ টেস্টে তার জায়গা পাকা হয়ে যায়। আহমেদাবাদে ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। সেই ম্যাচে আগুন ঝরাতে প্রস্তুত উমেশ যাদব। তার আগে বাবা হওয়ার সুখবরে আরও খুশি ভারতীয় পেসার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baby Girl, Father, India vs Australia, International Women's Day, Umesh Yadav, Womens Day