লাল গোলাপ দিয়ে কাকে বিয়ে করতে চাইলেন রোহিত শর্মা, ঝড় তুলল ভিডিও

Last Updated:

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে বিমানবন্দরে এমন একটি কাণ্ড ঘটিয়েছেন রোহিত যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। বিমানবন্দরে একজনকে লাল গোলাপ দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন রোহিত।

বিশাখাপত্তনম: শ্যালকের বিয়েতে যোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলেননি রোহিত শর্মা। সেই বিয়ের অনুষ্ঠানে স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে বিন্দাস মুডে নাচতে দেখা যায় হিটম্যানকে। সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। শ্যালকের বিয়েতে স্ত্রী-কন্যার সঙ্গে চুটিয়ে আনন্দ করার পর ভারতীয় দলে যোগ দেন রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচের আগে বিমানবন্দরে এমন একটি কাণ্ড ঘটিয়েছেন রোহিত যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। বিমানবন্দরে একজনকে লাল গোলাপ দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন রোহিত।
কি অবাক হলেন? ভাবছেন স্ত্রী রীতিকা থাকতে হঠাৎ কাকে লাল গোলাপ দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন রোহিত শর্মা। আসলে পুরোটাই মজার ছলে। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে গিয়ে মজাদার এক কাণ্ড ঘটিয়ে বসেন রোহিত শর্মা। বিমান বন্দরে রোহিতকে দেখে এক ভক্ত মোবাইলের সেলফি ক্যামেরা অন করে রোহিতের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করার চেষ্টা করেন। রোহিত পাশ থেকে যাওয়ার সময় তাকে একটি লাল গোলাপ দেন। এমন উপহার পেয়ে ধন্যবাদ জানাতেই ওই ব্যাক্তিকে মজা করে রোহিত বলেন, 'উইল ইউ ম্যারি মি?' তারপরই সেখান থেকে চলে যান রোহিত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। মিচেল স্টার্ক একাই ৫ উইকেট নেন। এছাড়া সিন অ্যাবট ৩টি ও ন্যাথান এলিস ২টি উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করে ১১ ওভারেই দলকে ১০ উইকেটে জয় এনে দেন দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ৩৬ বলে ৬৬ করে মার্শ ৩০ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন হেড।
বাংলা খবর/ খবর/খেলা/
লাল গোলাপ দিয়ে কাকে বিয়ে করতে চাইলেন রোহিত শর্মা, ঝড় তুলল ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement