প্রথমে 'খিলাড়ি'-র কমেডি, তারপর নাটু-নাটুতে নাচ, জাড্ডু-অশ্বিন জুটির কামাল মাঠের বাইরেও

Last Updated:

আহমেদাবাদ ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র হলেও ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। গোটা সিরিজ জুড়ে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করেছেন দুই তারকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। যুগ্মভাবে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন তারা।

জাড্ডু-অশ্বিন জুটির কামাল
জাড্ডু-অশ্বিন জুটির কামাল
আহমেদাবাদ: আহমেদাবাদ ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র হলেও ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। গোটা সিরিজ জুড়ে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করেছেন দুই তারকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। চার টেস্টে অশ্বিন ব্যাট হাতে করেছেন ৮৬ রান, নিয়েছেন ২৫ উইকেট। অন্যদিকে জাদেজার ব্যাট থেকে এসেছে ১৩৫ রান। পেয়েছেন ২২ উইকেট। যুগ্মভাবে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন তারা। আর ম্যাচ শেষে দুই সতীর্থকে পাওয়া গেল বিন্দাস মুডে। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয় জাড্ডু। রিলস থেকে নানা লুকসে ছবি শেয়ার করে থাকেন তিনি। অশ্বিন ততটা সক্রিয় না হলেও বন্ধুর সঙ্গে এবার পাল্লা দিলেন তিনিও। ম্যাচের পর দুজন মিলে একটি ভিডিও বানিয়েছেন যেখানে প্রথমে 'খিলাড়ি' অক্ষয় কুমারের ছবির কমেডি ডায়লগ বলতে দেখা যায় জাদেজা ও অশ্বিনকে। তারপর তারপর ওই একই ভিডিও শেষের দিকে অস্কার জয়ী 'আরআরআর' সিনেমার গান 'নাটু নাটুতে' হাল্কা কোমড়ও দোলান দুজনে। জাদেজা ও অশ্বিনের এই যুগলবন্দির ভিডিও এখন ভাইরাল।
advertisement
advertisement
প্রসঙ্গত, চোট সারিয়ে দীর্ঘ সময় পর বর্ডার-গাভাসকর সিরিজেই মাঠে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। আর ফিরেই প্রমাণ করে দিয়েছেন দলের জন্য তিনি কতটা অপরিহার্য। ব্যাটে-বলে গোটা সিরিজ অনবদ্য পারফর্ম করেছেন। একইসঙ্গে এই মজার ভিডিওর মতই অশ্বিনজ-জাদেজা জুটি যে প্রতিপক্ষের কাছে কতটা ত্রাস তা ফের প্রমাণ পেয়েছে অজিরা। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েও জাদেজা-অশ্বিন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। একে অপরকে পাশে না পেলে এমন সাফল্য আসতে বলেই মত দুই তারকার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রথমে 'খিলাড়ি'-র কমেডি, তারপর নাটু-নাটুতে নাচ, জাড্ডু-অশ্বিন জুটির কামাল মাঠের বাইরেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement