চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা খাটেনি, মেনে নিলেন জাম্পা

Last Updated:

চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা যে একেবারেই খাটেনি, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন জাম্পা ৷

#কলকাতা: চেন্নাইয়ে তাঁর একটা ওভারই রাতারাতি ম্যাচের রং বদলে দিয়েছিল ৷ ইডেনে এসেও সেই আফশোস যাচ্ছে না অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার ৷ ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুটা ভালই করেছিলেন অজি বোলাররা ৷ শুরুতেই অধিনায়ক কোহলি-সহ বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ কিন্তু বিপক্ষের উপর সেই চাপটা শেষপর্যন্ত ধরে রাখতে পারেননি ক্যাঙারুরা ৷ এর পিছনে অবশ্যই দুই ভারতীয় ব্যাটসম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ৷ ষষ্ঠ উইকেটে হার্দিক এবং ধোনির ১১৮ রানের পার্টনারশিপই ম্যাচে দু’দলের মধ্যে তফাৎ গড়ে দেয় ৷
জাম্পার আফশোস আরও বেশি ৷ কারণ তাঁর এক ওভারেই পরপর তিনটে ছক্কা-সহ ২৩ রান করেন হার্দিক ৷ চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা যে একেবারেই খাটেনি, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন জাম্পা ৷ ইডেনে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জাম্পা বলেন, ‘‘চাপের মুখে বল করতে পছন্দ করি আমি। প্রথম ম্যাচে ওই পরিস্থিতিতে আমার লক্ষ্য ছিল হার্দিক যাতে স্ট্রাইক না পায় তা ঠিক করা। কিন্তু আমি তিনটে বল ফুল লেংথে করে ফেলি ওই ৩৭ তম ওভারে। হার্দিক খুব ভাল মানের ক্রিকেটার। লুজ বলের সুযোগ নিতে বেশি সময় নেয়নি। আর সেখানেই তৈরি হয়ে যায় তফাতটা।’’
advertisement
জাম্পা আরও বলেন, ‘‘উপমহাদেশের উইকেটে লেংথটা বিশেষ প্রাধান্য পায়। অস্ট্রেলিয়ার উইকেটে লেংথে গড়বড় করলেও মাঠ বড় হওয়ায় অসুবিধা হয় না। তবে ওই ওভার আমাকে অনেক কিছু শিখিয়েছে। ভবিষ্যতে একই রকম পরিস্থিতি তৈরি হলে আগের ভুল থেকে শিক্ষা নেব।’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা খাটেনি, মেনে নিলেন জাম্পা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement