India Wins Series In Australia: ১৭ বছরের সোনালি ইতিহাস ভারতের, অস্ট্রেলিয়ায় বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও সিরিজ ভারতের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Player Of The Series: এই সিরিজের সেরা প্লেয়ার হয়েছেন অভিষেক শর্মা৷
ব্রিসবেন: শুভমান গিল শুরুটা দারুণ করেছিলেন কিন্তু প্রকৃতি বাধ সাধায় খেলা ভেস্তে যায়৷ কিন্তু ভারতীয় ক্রিকেটফ্যানরা ম্যাচ দেখার মজা না পেলেও সিরিজ জিততে কোনও অসুবিধা হল না৷ ভারত এদিন ব্রিসবেনের ম্যাচ না জিতলেও ২-১ সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়ার মাটিতে৷
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতে যায় অস্ট্রেলিয়া৷ কিন্তু এরপরের দুটি ম্যাচ জিতে যায় ভারতীয় দল৷ গৌতম গম্ভীরের কোচিংয়ে ও সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজ জিতে গেল ভারত৷ এই সিরিজের সেরা প্লেয়ার হয়েছেন অভিষেক শর্মা৷
🚨 The 5th T20I has been called off due to rain.#TeamIndia win the series 2-1 🏆
Scorecard ▶️ https://t.co/V6p4wdCkz1#AUSvIND pic.twitter.com/g6dW5wz1Ci
— BCCI (@BCCI) November 8, 2025
advertisement
advertisement
এদিন সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে শুভমান গিল দলের হয়ে দারুণ শুরু করেছিলেন৷ গাব্বায় মিচেল মার্শ টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন৷ এদিন খেলা থমকে যায় ৪.৫ ওভারে৷সেই অবস্থায় বিনা উইকেটে ভারতের রান ছিল ৫২৷ কিন্তু লাগাতার খারাপ আবহাওয়ার জন্য খেলা আর শুরু করা যায়নি৷
advertisement
🚨 The 5th T20I has been called off due to rain.#TeamIndia win the series 2-1 🏆
Scorecard ▶️ https://t.co/V6p4wdCkz1#AUSvIND pic.twitter.com/g6dW5wz1Ci
— BCCI (@BCCI) November 8, 2025
এদিনের ম্যাচে তিলক ভর্মা ও রিঙ্কু সিংকে দলে রাখা হয়নি৷ অস্ট্রেলিয়া চতুর্থ টি টোয়েন্টির দল অপরিবর্তিত রেখেছিল৷
advertisement
এদিনের সিরিজ জয়ের ফলে ভারত ১৭ বছরের ইতিহাস ধরে রাখল৷ ১৭ বছরে কখনও তারা অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজে হারেনি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 5:15 PM IST

