বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পুর স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অনিশ্চয়তা? বিল বাকি ৩ কোটি টাকার

Last Updated:

India vs Australia 4th T20 Raipur Stadium has No Electricity: কোনও দিন শুনেছেন আন্তর্জাতিক ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ। ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্যাচের আগে এই বিদ্যুতের কারণেই চিন্তায় রয়েছে ভারতীয় বোর্ড।

বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পুর স্টেডিয়াম
বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পুর স্টেডিয়াম
রায়পুর: কোনও স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে আলোচনায় থাকে সেখানকার পিচ, আউট ফিল্ড, স্টেডিয়ামে কত সংখ্যক ফ্যান একসঙ্গে খেলা দেখতে পারে এই সব কিছু। কিন্তু কোনও দিন শুনেছেন আন্তর্জাতিক ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ। ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্যাচের আগে এই বিদ্যুতের কারণেই চিন্তায় রয়েছে ভারতীয় বোর্ড।
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্যাচ হতে চলেছে ছত্তিসগড় রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে। কিন্তু আশ্চর্যের বিষয় হল মাঠে বিদ্যুৎ সংযোগ নেই। জানা গিয়েছে, ১৪ বছর ধরে ইলেকট্রিক বিল বকেয়া রেখেছিল ছত্তিসগড় ক্রিকেট সংস্থা। বিল বাকি ৩ কোটি টাকারও বেশি। পরিশোধ না করায় ৫ বছর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বিসিসিআইকে কোনও লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হয় কিনা সেটাই দেখার।
advertisement
তবে ম্যাচের জন্য ছত্তিসগড় ক্রিকেট সংস্থার তরফ থেকে অস্থায়ীভাবে বিদ্যুতের সংযোগ দেওয়ার আবেদন করা হয়েছে। তাতে বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে যে পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয়েছে তাতা ফ্লাড লাইট জ্বালানো সম্ভব নয়। জোর বেশি স্টেডিয়াম ও বক্সে আলো জ্বলবে। আর ফ্লাড লাইট জ্বালানোর জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। এছাড়া পুরো মাঠের লাইট জ্বালানোর জন্য বিদ্যুৎ পর্ষদের কাছে আবেদন জানিয়েছে ছত্তিসগড় ক্রিকেট সংস্থা। সেই আবেদনে সাড়া মেলে কিনা সেটাই দেখার।
advertisement
advertisement
প্রসঙ্গত, রায়পুর স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটিই আন্তর্জাতিক ম্যাচ করা হয়েছে। মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে কোনও রকম সমস্যার মুখে পড়তে হয়নি। শুক্রবারও সব কিছু ভালোয়-ভালোয় মিটে যাক। তেমনটাই চাইছে বিসিসিআই ও ছত্তিসগড় ক্রিকেট সংস্থা।
বাংলা খবর/ খবর/খেলা/
বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পুর স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অনিশ্চয়তা? বিল বাকি ৩ কোটি টাকার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement