CWC 2019: বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি ভারত-আফগানিস্তান, সাউদাম্পটনে শনিবার আবহাওয়ার কি পূর্বাভাস ?
Last Updated:
#সাউদাম্পটন: শনিবার পর্দা উঠবে রোজ বোলে। বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি ভারত-আফগানিস্তান। দশ মাস আগে এশিয়া কাপে টাই হয়েছিল দু’দলের ম্যাচ। ফ্যানদের জন্য সুখবর, শনিবার ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস নেই সাউদাম্পটনে ৷ তাই পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি ৷
দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারত-আফগান যুদ্ধ শেষ হয়েছিল টানটান ভাবে। প্রথমে ব্যাট করে মহম্মদ শাহজাদের শতরানে ২৫২ রান করেছিলেন আফগানরা। ওই একই রানে থেমে গিয়েছিল ভারতীয় দল। টাই ছাড়াও দুবাইয়ের সেই ম্যাচ উল্লেখযোগ্য ছিল রোহিতের অনুপস্থিতিতে অধিনায়ক ধোনির কামব্যাক।
#TeamIndia gearing up for the game against Afghanistan pic.twitter.com/mde0Sm4mG4
— BCCI (@BCCI) June 19, 2019
advertisement
advertisement
দশ মাস পর ইংল্যান্ডের সাউদাম্পটন। শনিবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি বিরাটের ভারত আর গুলবাদিন নবির আফগানিস্তান।
পাঁচ বছর আগে এশিয়া কাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-আফগানিস্তান। এখনও পর্যন্ত দু’দেশ মুখোমুখি হয়েছে মাত্র দু’বার। ভারত জিতেছে একবার। টাই একটি ম্যাচ।
ইংল্যান্ডের কাছে দুরমুশ হয়ে বেশ চাপে রশিদরা। শেষ ম্যাচে পাকিস্তান বধ করে চাঙ্গা টিম ইন্ডিয়া। সবমিলিয়ে বৃষ্টি না হলে, শনিবার নতুন করে পর্দা উঠতে চলেছে রোজ বোলে। বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।
advertisement
আরও দেখুন---
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2019 12:20 PM IST