#হায়দরাবাদ: আরও একটি রেকর্ড তৈরি হল ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে ৷ লিলির স্পিড ভেঙে গেল অশ্বিনের স্পিনে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে দু’উইকেট নিয়ে বিশ্বের দ্রুততম ২৫০উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নের পথে ফিরিয়ে দিতেই রেকর্ডের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অশ্বিন ৷ ভারতীয় এই স্পিনারের আড়াইশোতম শিকার হলেন বাংলাদেশ অধিনায়ক ৷ ৪৫ তম টেস্টে এই নজির তৈরি করলেন অশ্বিন। এর আগে এই রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ডেনিস লিলির দখলে ছিল ৷ ৪৮ ম্যাচে লিলি নিয়েছিলেন ২৫০টি উইকেট ৷ ৪৫-এই সেই রেকর্ড ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন।
গত বছর সেপ্টেম্বর মাসে ২০০ উইকেট নিয়েছিলেন বিশ্বের এক নম্বর স্পিনার। ছ’মাসের মধ্যেই ২৫০-এর ক্লাবে ঢুকে পড়লেন এই অফস্পিনার।
শুধু বোলিংয়েই নয়, ব্যাটসম্যান হিসাবেও সফল অশ্বিন ৷ গড় ৪৩.৭১।