বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে দ্রুততম ২৫০ উইকেটের নজির অশ্বিনের
Last Updated:
আরও একটি রেকর্ড তৈরি হল ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে ৷ লিলির স্পিড ভেঙে গেল অশ্বিনের স্পিনে।
#হায়দরাবাদ: আরও একটি রেকর্ড তৈরি হল ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে ৷ লিলির স্পিড ভেঙে গেল অশ্বিনের স্পিনে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে দু’উইকেট নিয়ে বিশ্বের দ্রুততম ২৫০উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নের পথে ফিরিয়ে দিতেই রেকর্ডের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অশ্বিন ৷ ভারতীয় এই স্পিনারের আড়াইশোতম শিকার হলেন বাংলাদেশ অধিনায়ক ৷ ৪৫ তম টেস্টে এই নজির তৈরি করলেন অশ্বিন। এর আগে এই রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ডেনিস লিলির দখলে ছিল ৷ ৪৮ ম্যাচে লিলি নিয়েছিলেন ২৫০টি উইকেট ৷ ৪৫-এই সেই রেকর্ড ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
গত বছর সেপ্টেম্বর মাসে ২০০ উইকেট নিয়েছিলেন বিশ্বের এক নম্বর স্পিনার। ছ’মাসের মধ্যেই ২৫০-এর ক্লাবে ঢুকে পড়লেন এই অফস্পিনার।
advertisement
শুধু বোলিংয়েই নয়, ব্যাটসম্যান হিসাবেও সফল অশ্বিন ৷ গড় ৪৩.৭১।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2017 4:18 PM IST