IND vs AUS : বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন রোহিতরা

Last Updated:

India to play home series against Australia and South Africa as preparation for T20 World Cup. বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন রোহিতরা

দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত
দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত
আরও পড়ুন - Novak Djokovic : যুক্তরাষ্ট্র ওপেনে জোকোভিচকে খেলতে দেওয়া হোক! কয়েক লক্ষ ভক্ত সই সংগ্রহ করলেন
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই দুই সিরিজেই শেষ বারের মতো দলের ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ থাকছে ম্যানেজমেন্টের।
advertisement
সেদিক থেকে দেখতে গেলে বিশ্বকাপের আগে দুই দেশের বিরুদ্ধে প্রস্তুতি সারবেন রোহিত শর্মারা।বৃহস্পতিবার দুই দেশের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ সেপ্টেম্বর মোহালিতে প্রথম ম্যাচ। ২৩ সেপ্টেম্বর নাগপুর ও ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে বাকি দুই ম্যাচ হবে।
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার তিন দিনের মধ্যে ফের খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২৮ সেপ্টেম্বর ত্রিবান্দ্রমে প্রথম টি-টোয়েন্টি খেলবেন রোহিতরা। ১ অক্টোবর গুয়াহাটি ও ৩ অক্টোবর ইনদওরে রয়েছে সিরিজের বাকি দু’টি ম্যাচ। এই সিরিজ খেলার পরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওনা দেবে ভারতীয় দল।
advertisement
টি-টোয়েন্টি সিরিজের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজও খেলবে ভারত। সেই সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। প্রথম ম্যাচ রাঁচিতে। ৯ অক্টোবর লখনউ ও ১১ অক্টোবর দিল্লিতে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এক দিনের সিরিজের শুরুর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দল অস্ট্রেলিয়া চলে যাবে।
সেই দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে তাতে সমস্যা হবে না বলে বিসিসিআই সূত্রে খবর। কারণ, এর আগেও একই সঙ্গে দু’টি সিরিজ খেলেছে ভারত। দলের তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ পাবে ম্যানেজমেন্ট। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত। এই ম্যাচটা ভারতের কাছে জবাব দেওয়ার ম্যাচ। শেষ সাক্ষাৎকারে ১০ উইকেটে হেরেছিল ভারত। এবার বদলা লক্ষ্য টিম ইন্ডিয়ার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS : বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন রোহিতরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement