'রোহিত-কোহলির ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য', মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার

Last Updated:

Rohit Sharma Virat Kohli: ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল।

News18
News18
ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল। এমন সিদ্ধান্তের পেছনে কোনো পূর্ব সংকেত ছিল না, যদিও অস্ট্রেলিয়া সফরের পর থেকে কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল। অনেকের কাছেই রোহিত ও কোহলির অবসরের সিদ্ধান্ত ছিল একেবারে অপ্রত্যাশিত।
রোহিত-কোহলির এই আকস্মিক অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই। তিনি বলেন, “এটা খুবই আশ্চর্যজনক ছিল, কারণ এমন কিংবদন্তিদের আপনি মাঠে থেকেই অবসর নিতে দেখতে চান। তারা যা ভারতের জন্য করেছেন, তার কোনো তুলনা হয় না।” বিষ্ণোই মনে করেন, বিদায়ী ম্যাচ ছাড়া এমনভাবে অবসর নেওয়া এই দুই তারকার মর্যাদার সঙ্গে মানানসই নয়।
advertisement
বিষ্ণোই আশা করেন, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সময় হয়তো রোহিত ও কোহলি উপযুক্ত বিদায় পাবেন। তিনি বলেন, “অবসর নেওয়ার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, কিন্তু আপনি চাইবেন তারা যেন একটা ভালো বিদায় পায়। মাঠ থেকে সরে যাওয়ার সময় যেন কোটি ভক্ত তাদের সংবর্ধনা দিতে পারে।”
advertisement
advertisement
বর্তমানে দু’জনেই অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সফর হতে পারে তাদের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়। এমন গুঞ্জন শোনা গেলেও, তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি। রোহিত ইতিমধ্যেই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। কোহলিও লন্ডনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'রোহিত-কোহলির ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য', মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement