কিউইয়ি চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত ভারত, লক্ষ্য সেই সিরিজ হোয়াইটওয়াশ

Last Updated:

India ready for New Zealand ODI series challenge starting from today at Hyderabad and aims clean sweep. কিউইয়ি চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত ভারত, লক্ষ্য সেই সিরিজ হোয়াইটওয়াশ

আজ শুরু নিউজিল্যান্ড সিরিজ, কঠিন পরীক্ষা টিম ইন্ডিয়ার
আজ শুরু নিউজিল্যান্ড সিরিজ, কঠিন পরীক্ষা টিম ইন্ডিয়ার
#হায়দরাবাদ: পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ভারতে পা রেখেছে নিউজিল্যান্ড। তাই ভারতীয় দলের পক্ষে চ্যালেঞ্জ কঠিন। নতুন বছরের শুরুটা দুর্দান্ত হয়েছে টিম ইন্ডিয়ার। টি-২০’তে ২-১ ব্যবধানে জেতার পর একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে রোহিত বাহিনী। দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তিনটি একদিনের ম্যাচের মধ্যে দু’টিতে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েছেন তিনি।
স্বভাবতই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিরাটকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। বুধবার নিজামের শহরে কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। দলে বেশ কিছু পরিবর্তন প্রত্যাশিত। বিয়ের জন্য ছুটি নিয়েছেন লোকেশ রাহুল। তাই সুযোগ পাচ্ছেন ঈশান কিষান। ডিসেম্বরেই বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রান করে রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
কিন্তু অজ্ঞাত কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে ঠাঁই হয়নি তাঁর। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঈশানের দলে আসার কথা। একদিনের বিশ্বকাপে দুর্ঘটনার কারণে ঋষভ পন্থ যেহেতু অনিশ্চিত, তাই বিকল্প উইকেটকিপারের খোঁজে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
advertisement
advertisement
এক্ষেত্রে ঈশান ভালো বিকল্প। তাঁর লড়াই মূলত লোকেশ রাহুলের সঙ্গে। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আয়ার। পরিবর্ত হিসেবে দলে ঢোকা রজত পাতিদারকে ড্রেসিংরুমেই বসতে হবে। কারণ, মিডল অর্ডারে সূর্যকুমার যাদবই প্রথম পছন্দ। টপ অর্ডারে মোটামুটি তৈরি।
advertisement
রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন ফর্মে থাকা শুভমান গিল। তিন নম্বরে বিরাট কোহলি। চারে ঈশান, পাঁচে সূর্য ও ছয়ে হার্দিক। ছুটি নিয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় কে খেলেন সেটাই দেখার। তবে কুলদীপ যাদব পুরনো মেজাজে ধরা দিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।
তাহলে কি ফের ‘কুল-চা’ জুটি অর্থাৎ কুলদীপ-চাহালকে এক সঙ্গে খেলতে দেখা যাবে? এটা যেহেতু আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ, তাই বাকিদেরও দেখে নিতে চাইছেন কোচ দ্রাবিড়। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর কিংবা শাহবাজ আহমেদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পেস আক্রমণে মহম্মদ সিরাজ, মহম্মদ সামির সঙ্গে উমরান মালিক বা শার্দূল ঠাকুরকে দেখা যেতে পারে। উইলিয়ামসন এবং টিম সাউদি না থাকলেও নিউজিল্যান্ড ভারতকে বেগ দিতে প্রস্তুত।
বাংলা খবর/ খবর/খেলা/
কিউইয়ি চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত ভারত, লক্ষ্য সেই সিরিজ হোয়াইটওয়াশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement