পরিসংখ্যান ভুলে শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তৈরি ধোনি-আফ্রিদিরা
Last Updated:
মাত্র একবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল ম্যাচ। গত ২২ বছরে মোট ১১ বার সমানে সমানেই থেকেছে ভারত-পাকিস্তান। নিরপেক্ষ মাঠেই ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। অ্যাডিলেডের পর ঢাকার মীরপুর। শনিবার ম্যাচ শুরুর আগে একবার ফিরে দেখা যাক এশিয়া কাপের পরিসংখ্যান।
#ঢাকা: মাত্র একবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল ম্যাচ। গত ২২ বছরে মোট ১১ বার সমানে সমানেই থেকেছে ভারত-পাকিস্তান। নিরপেক্ষ মাঠেই ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। অ্যাডিলেডের পর ঢাকার মীরপুর। শনিবার ম্যাচ শুরুর আগে একবার ফিরে দেখা যাক এশিয়া কাপের পরিসংখ্যান।
-১৯৮৪ সালে প্রথম বারই জিতেছিল ভারত। পয়েন্ট টেবলে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
-মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ১৯৯৭ সালে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে, কোনও বার ফাইনালে মুখোমুখি হয়নি দু’দেশ। মোট ১২ বারের মধ্যে ৮ বার ফাইনাল খেলেছে ভারত। এরমধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন। প্রতিটি ফাইনালে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
advertisement
advertisement
-এশিয়া কাপে চার বার ফাইনালে উঠেছে পাকিস্তান। এরমধ্যে জিতেছে দু’বার।
-১৯৯৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে তা বাতিল হয়। ১৯৯১ সালে ভারতের মাটিতে এশিয়া কাপ খেলেনি পাকিস্তান।
-১৯৯৫ সালে শারজায় ভারতকে ৯৭ রানে হারিয়েছিল পাকিস্তান। ১৯ রানে পাঁচ উইকেট নেন আকিব জাভেদ। এটাই এখনও পর্যন্ত এশিয়া কাপে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
advertisement
এই পরিসংখ্যান অবশ্য মাথায় রাখতে চান না মহেন্দ্র সিং ধোনি এবং শাহিদ আফ্রিদি। চান বাংলাদেশের মাটি থেকে নতুন করেই শুরু হোক ভারত-পাক ক্রিকেট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2016 5:18 PM IST