ছ’বছর পর ফের ফিফা র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি ভারতের

Last Updated:

এযাবৎকালের সেরা র‍্যাঙ্কিংটা করেই ফেলল স্টিভেন কনস্ট্যানটাইনের ভারত ৷

#নয়াদিল্লি: ভারতীয় ফুটবলের সুদিন কি ধীরে ধীরে ফিরছে তাহলে ? সম্প্রতি এযাবৎকালের সেরা র‍্যাঙ্কিংটা করেই ফেলল স্টিভেন কনস্ট্যানটাইনের ভারত ৷ মেন ইন ব্লু’দের স্থান এখন ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৭ নম্বর ৷ ২০১০ অগস্টের পর এটাই সুনীলদের ফিফা ক্রমতালিকায় সেরা উত্তরণ ৷
২০১০-এ ভারত ছিল ১৩৭ নম্বরেই ৷ তরপর ক্রমেই অবনতি ৷  ফের একবার স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্যরা ১১ ধাপ এগিয়ে এই স্থান পেয়েছে৷ গত সেপ্টেম্বর প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৪-১ হারিয়েছিল ভারত৷ যার ফলে ২৩০ পয়েন্ট পেয়ে গত অক্টোবরেই চার ধাপ এগিয়ে ১৪৮-এ এসেছিল ভারত৷ ২০১৫-র এপ্রিলের পর ভারত এই প্রথম ফিফার তালিকায় ১৫০-র মধ্যে এসেছিল ৷ এবার সেটার আরও উন্নতি ঘটিয়ে ১৩৭ নম্বরে সুনীলরা ৷
advertisement
শেষ কয়েক মাস সুনীলদের পারফরম্যান্স বেশ ভালে ৷ ২০১৯ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং প্লে-অফে সুনীলরা লাওসকে ৭-১ হারিয়েছিল ৷ তখন টিম ইন্ডিয়া ১১ ধাপ এগিয়ে ১৫২-তে আসে ৷ পুয়ের্তো রিকোকে হারানোয় ভারতের সংগ্রহে এসেছে ২১৯ পয়েন্ট ৷ কোচ কনস্ট্যানটাইনের মতে, ‘ দ্বিতীয়বারের জন্য যখন ভারতের দায়িত্ব নিয়েছিলাম, তখনই মাথায় ছিল ভারতের ফিফা র‍্যাঙ্কিং উন্নতি করতে হবে ৷ এখনও পর্যন্ত সেই রেজাল্টটাই পাচ্ছি৷ এটা পরিস্কার যে আমরা সফল হয়েছি৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ছ’বছর পর ফের ফিফা র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement