Ind vs Pak Playing XI: দু'জন তারকা ক্রিকেটার বাদ! টিমে বড় বদল, পাকিস্তানের বিরুদ্ধে আজ কেমন দল নামাবে ভারত, দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Pak Playing XI: এশিয়া কাপে সুপার ৪ পর্বে ভারতের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওমানের বিরুদ্ধে ভারতের যে প্লেয়িং ইলেভেন খেলেছিল, সেটি আজ পরিবর্তন হওয়া প্রায় নিশ্চিত। বাঁহাতি পেসার অর্শদীপ সিং-কে আজ সন্ধ্যায় দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাইরে বসানো হতে পারে।
দুবাই : এশিয়া কাপে সুপার ৪ পর্বে ভারতের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওমানের বিরুদ্ধে ভারতের যে প্লেয়িং ইলেভেন খেলেছিল, সেটি আজ পরিবর্তন হওয়া প্রায় নিশ্চিত। বাঁহাতি পেসার অর্শদীপ সিং-কে আজ সন্ধ্যায় দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাইরে বসানো হতে পারে। তাঁকে শুক্রবার ওমানের বিরুদ্ধে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তার পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না।
কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব উইনিং কম্বিনেশনে ফিরে যেতে চাইবেন। তাই এই ম্যাচে দুটি পরিবর্তন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ওমানের বিপক্ষে এশিয়া কাপে ভারতের শেষ লিগ ম্যাচে প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন করা হয়েছিল। হর্ষিত রানা ও অর্শদীপ সিং-কে খেলানো হয়েছিল বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরাহ-র জায়গায়। সেদিন যাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল, তারা পাকিস্তানের বিপক্ষে দলে ফিরে আসবেন।
advertisement
এই দুই ক্রিকেটারই ভারতীয় একাদশের গুরুত্বপূর্ণ অংশ এবং কোচ গম্ভীর তাঁদের পাকিস্তানের বিরুদ্ধে খেলাতে পারেন। বরুণ চক্রবর্তী বর্তমানে বিশ্বের এক নম্বর টি২০ বোলার, আর জসপ্রিত বুমরাহ প্রতিটি ব্যাটসম্যানের কাছে আতঙ্কের আরেক নাম। এশিয়া কাপে আগের ম্যাচে যখন ভারত ও পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, তখন জসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী ২৪ রান দিয়ে ১টি উইকেট পেয়েছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনালে খেলবে কোন দুই দেশ? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী
সবচেয়ে মারাত্মক প্রমাণিত হয়েছিলেন কুলদীপ যাদব। এই চায়নাম্যান বোলার মাত্র ১৮ রান খরচ করে ৪ ওভারে ৩ জন পাকিস্তানি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন। গত দুই ম্যাচে শুভমান গিলের ব্যাটিং পারফরম্যান্স খারাপ হওয়া সত্ত্বেও তাঁকে দল থেকে বাদ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডার দেখার মতো হবে। গত বছর টি২০ আন্তর্জাতিক ম্যাচে তিনি ওপেনার হিসেবে তিনটি সেঞ্চুরি করেছিলেন।
advertisement
সঞ্জু শুক্রবার ওমানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাট করে ৪৫ বলে ৫৬ রান করেছিলেন। এই পারফরম্যান্সের পর কোচ ও অধিনায়ক তাঁকে আরও ওপরে ব্যাট করতে পাঠাতে পারেন। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং শিভম দুবে অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন। কুলদীপ যাদব সম্পর্কে কোনও প্রশ্নই ওঠে না — তিনি দলে একেবারে অপরিহার্য এখন।
advertisement
ভারতের সম্ভাব্য একাদশ (বনাম পাকিস্তান)
অভিষেক শর্মা
শুভমান গিল
সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
advertisement
তিলক বর্মা
হার্দিক পান্ডিয়া
অক্ষর প্যাটেল
শিভম দুবে
কুলদীপ যাদব
advertisement
জসপ্রীত বুমরাহ
বরুণ চক্রবর্তী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 11:13 AM IST

