India vs England: বাটলারদের হারিয়ে সিরিজ জিততে মরিয়া ভারত

Last Updated:

শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে মুখোমুখি দুই দল। সিরিজ নির্ণায়ক ম্যাচ

সিরিজে পিছিয়ে থাকার পর বৃহস্পতিবার দুর্দান্ত কামব্যাক করেছে ভারত। প্রথমে ব্যাট করেও ম্যাচ জিতেছে। প্রমাণ হয়েছে টস হারা মানেই ম্যাচ হারা নয়। প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন সূর্যকুমার যাদব। পন্থ এবং শ্রেয়াস আইয়ার দলকে ভরসা দিয়েছেন। হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন পর বল করছেন। চতুর্থ ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছিলেন। তৃতীয় পেসার হিসেবে অধিনায়কের চিন্তা কমিয়েছেন।
advertisement
পাশাপাশি শার্দুল ঠাকুর ডেথ ওভারে কার্যকারিতা প্রমাণ করেছেন। শিশির সমস্যাও চমৎকার ভাবে সামলে নিয়েছে ভারত। নিঃসন্দেহে নির্ণায়ক ম্যাচে জেতার জন্য সর্বশক্তি উজাড় করে দেবে টিম ইন্ডিয়া। ওপেনিং জুটিতে রাহুল থাকেন না বাদ পড়েন সেটাই দেখার। যদিও তাঁকে খেলানোর ব্যাপারে ইচ্ছুক বিরাট কোহলি, তবুও এই ম্যাচে ওপেনিং পার্টনারশিপে রোহিতের সঙ্গে ঈশানকে খেলানোর সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
ওয়াশিংটন সুন্দরের জায়গায় রাহুল তেওয়াতিয়া সুযোগ পান কিনা দেখতে হবে। শেষ দু বছর কোনও টি টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। পাঁচটা সিরিজ জিতেছে। শনিবার ষষ্ঠ সিরিজ জয়ের লড়াইয়ে নামবে বিরাট কোহলি, রোহিত শর্মারা। অন্যদিকে টি টোয়েন্টিতে শেষ দেড় বছর ধরে ইংল্যান্ডের রেকর্ড ঈর্ষণীয়। তাই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না সেটা পরিষ্কার। আর্চার এবং উডকে সামলে নিতে পারলে ভারতের স্কোরবোর্ডে বড় রান তোলা খুব একটা মুশকিল হওয়ার কথা নয়। ইংল্যান্ড হয়তো এই ম্যাচে মইন আলিকে খেলাতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: বাটলারদের হারিয়ে সিরিজ জিততে মরিয়া ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement