Ind vs NZ: ইশান কিষাণের দুরন্ত ব্যাটিংয়ে রায়পুরে দুরমুশ নিউজিল্যান্ড! ২-০ সিরিজে এগিয়ে ভারত
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করেন তিনি। ফর্মে ফিরলেন সূর্যকুমার। ২৮ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত।
রায়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রায়পুরে কার্যত হাসতে হাসতে ম্যাচ জিতল ভারত। সৌজন্যে ইশান কিষাণের অনবদ্য ব্যাটিং। ২১ বলে ৫১ রান করলেন ঈশান। তাঁর ইনিংসে ভর করে লড়াইয়ে ফেরে ভারত। কিন্তু, সোধির বলে ছয় মারতে গিয়ে আউট হন ইশান (৭৬)। ভারতের স্কোর তখন ১২৮/৩। এরপরেই পাল্টা মার শুরু করেন সূর্যকুমার যাদব। ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন সূর্য। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করেন তিনি। ফর্মে ফিরলেন সূর্যকুমার। ২৮ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ডুবেছিল ভারতীয় দল। শুক্রবার রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচেও সেই একই ভুল দেখা গেল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব । প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে ছয় উইকেট হারিয়ে ২০৮ রান করল কিউয়িরাষ ব্যাটিংয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। তিনি ২৭ বল খেলে ৪৭ রান করে অপারজিত থাকেন। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। রাচিন রবীন্দ্রও (Rachin Ravindra) ভালো ব্যাটিং করেন। তিনি ২৬ বল খেলে ৪৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি।
advertisement
নিউজিল্যান্ডের সব ব্যাটারই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেন। ওপেনার ডেভন কনওয়ে নয় বল খেলে ১৯ রান করেন। অপর ওপেনার টিম সিফার্ট (Tim Seifert) ১৩ বল খেলে ২৪ রান করেন। গ্লেন ফিলিপস ১৩ বল খেলে ১৯ রান করেন। ড্যারিল মিচেল (Daryl Mitchell) ১১ বল খেলে ১৮ রান করেন। মার্ক চাপম্যান (Mark Chapman) ১৩ বল খেলে ১০ রান করেন। জাকারি ফোকস আট বল খেলে ১৫ রান করে অপরাজিত থাকেন।
advertisement
advertisement
ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব চার ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। হার্দিক পান্ডিয়া , হর্ষিত রানা , বরুণ চক্রবর্তী ও শিবম দুবে এক উইকেট করে নেন। হতাশাজনক বোলিং করেন আর্শদীপ সিং । এই পেসার চার ওভার বোলিং করে ৫৩ রান দেন। তিনি উইকেট পাননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 10:38 PM IST









