কোহলি-যুবির ব্যাটে ভর করে এশিয়া কাপের ফাইনালে ভারত

Last Updated:

শ্রীলঙ্কা- ১৩৮/ ৯ ভারত- ১৪২/ ৫ ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী ভারত

শ্রীলঙ্কা- ১৩৮/ ৯

ভারত- ১৪২/ ৫

৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী ভারত

advertisement
#মীরপুর: অস্ট্রেলিয়া সফরে দুরন্ত পারফরম্যান্সের পর দেশে ফিরে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হঠাৎ মুখ থুবড়ে পড়েছিল মেন ইন ব্লু’রা৷ কিন্তু পুণের ওই ম্যাচে হারটা যে স্রেফ একটা দুর্ঘটনা ছিল , সেটা টি২০ সিরিজের পরের দুটি ম্যাচেই লঙ্কা-বাহিনীকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছিল ধোনি অ্যান্ড কোম্পানি ৷ মীরপুরে এশিয়া কাপে গিয়েও সেই ছবি বিশেষ বদলালো না ৷ ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই মঙ্গলবার শ্রীলঙ্কাকে টেক্কা দিল ভারত ৷ ৫ উইকেটে হাসতে হাসতে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালেও পৌঁছে গেল ধোনি বাহিনী ৷
advertisement
AFP_8D4YA
বর্তমান শ্রীলঙ্কা দলের হাল দেখলে অনেকেই হয়তো তাজ্জব হন এই ভেবেই যে সঙ্গাকারা, জয়বর্ধনেদের অবসরের পর কী বেহাল দশাই না হয়েছে লঙ্কা ব্রিগেডের ! দলে প্রতিভার অভাব না হলেও চলতি এশিয়া কাপে কারোর খেলা দেখেই মনে হচ্ছে না যে এরা কেউ ম্যাচ উইনার হতে পারেন ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন বলেই দিয়েছেন, এত দুর্বল শ্রীলঙ্কা দল তিনি আগে কখনও দেখেননি ! মঙ্গলবার অ্যাঞ্জেলো ম্যাথিউজদের খেলা দেখেও মনে হল সিএবি প্রেসিডেন্ট ভুল কিছু বলেননি ৷ টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা ৷ কাপুগেদেরা (৩০) এবং শিরিওয়ার্দানা (২২) বাদে কারোর রানই ২০ পেরোয়নি ৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান তোলার পর লক্ষ্যে পৌঁছতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি ভারতীয়দের ৷ এর পিছনে অবশ্যই ভারতের টেস্ট অধিনায়কের অবদানের কথা বলতেই হচ্ছে ৷ পাকিস্তান ম্যাচে অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছিলেন বিরাট ৷ এদিন ৪৭ বলে ৫৬ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান ৷ তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন যুবরাজ সিং (৩৫) ৷ মীরপুরের মাঠে এদিন পুরনো যুবিকে কিছুটা হলেও ফিরে পাওয়া গিয়েছে ৷ ৫ উইকেটে ম্যাচ জিতে মঙ্গলবারই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ভারত ৷ ফাইনালের আগে অবশ্য একটা নিয়মরক্ষার ম্যাচ আরব-আমিরশাহীর বিরুদ্ধে খেলতে হবে ধোনিদের ৷ কিন্তু বিশ্বকাপের আগে এখন সব ম্যাচকেই যেন এক একটা সেমিফাইনাল বা ফাইনালের মতো দেখছে টিম ইন্ডিয়া ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কোহলি-যুবির ব্যাটে ভর করে এশিয়া কাপের ফাইনালে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement