নামেই 'সিংহ'! দাঁত, নখ কিছুই নেই দক্ষিণ আফ্রিকার! সহজ জয় টিম ইন্ডিয়ার

Last Updated:

India vs South Africa 1st ODI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় ভারতের।

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।
ইনিংস শুরু হতে না হতেই ক্ষুধার্ত সিংহের মতো স্বাগতিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন ভারতীয় পেসাররা। আরশদীপ সিং এবং আভেশ খান প্রোটিয়া ব্যাটারদের নাজেহাল করে দেন। আরশদীপ পান ৫ উইকেট, আবেশ চারটি। মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার সাতজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান শূন্য রানে উইকেট হারান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ৫ উইকেট নেওয়া প্রথম পেসার আরশদীপ সিং।
advertisement
advertisement
আরও পড়ুন- সবুজ জার্সি নয়, আজ কেন গোলাপি জার্সি পরে নামল দক্ষিণ আফ্রিকা? রয়েছে বড় কারণ
ফ্যালকাওর ৩৩ রান দক্ষিণ আফ্রিকার সম্মান বাঁচায়। শেষমেশ ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় তারা। শ্রেয়াস আইয়ার এবং সাই সুদর্শন দুরন্ত ব্যাটিং করেন এদিন।সা
সাই সুদর্শনকে এদিন শুধুমাত্র প্লেয়িং ইলেভেনেই নয়, ওপেনিং ব্যাটার হিসেবেও সুযোগ দেওয়া হয়। তিন নম্বরে ব্যাট করতে এসে বিস্ফোরক স্টাইল দেখান শ্রেয়াস আইয়ার।
advertisement
সাই সুদর্শন ৪৩ বলে ৯টি চারের সাহায্যে ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। অপর প্রান্তে শ্রেয়াস আইয়ারও খেলেন ৫২ রানের দুর্দান্ত ইনিংস। দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- ‘ইডেন গার্ডেন্স ইজ মাই ফেভারিট গ্রাউন্ড’,মুম্বই সরিয়ে দেওয়ার পর রোহিত কি KKR এ
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকার জন্য সিরিজ বাঁচানোর লড়াই। ১৯ ডিসেম্বর দুই দল মুখোমুখি হবে। টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচেও জিতলে একদিনের সিরিজ জিতবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নামেই 'সিংহ'! দাঁত, নখ কিছুই নেই দক্ষিণ আফ্রিকার! সহজ জয় টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement