#কলকাতা: দীর্ঘদিন বাদে ম্যাচ পেল ইডেন। বাংলার ক্রিকেটপ্রেমীদের সুসংবাদ দিল বিসিসিআই।
নতুন বছরের শুরুতেই ইডেনে ক্রিকেট উৎসব। ভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ পেল ইডেন। ১২ই জানুয়ারি ভারত শ্রীলংকা একদিনের ম্যাচ ইডেন। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিরুদ্ধে হোম সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই।
৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট নাগপুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচ হবে দিল্লি ধর্মশালা ও আহমেদাবাদে।
আরও পড়ুন- `রোনাল্ডোর অর্ধেক হলেও নিজেকে ধন্য মনে করব', ক্রিশ্চিয়ানোকেই রোল মডেল বলছেন নতুন তারা গঞ্জালো
আইপিএলের আগে ঘরের মাঠে একের পর এক সিরিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ৩ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চলবে একের পর এক সিরিজ। মোট ঘরের মাঠে ৬টি সিরিজ। আইপিএলের আগে ভারতীয় দলকে খেলতে হবে ১৯টি ম্যাচ।
ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের সূচি:-প্রথম টি২০: ৩ জানুয়ারি জানুয়ারি, মুম্বইদ্বিতীয় টি২০: ৫ জানুয়ারি, পুণেতৃতীয় টি২০: ৭ জানুয়ারি, রাজকোট
ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের সূচি:-প্রথম ওয়ানডে: ১০ জানুয়ারি, গুয়াহাটিদ্বিতীয় ওয়ানডে: ১২ জানুয়ারি, কলকাতাতৃতীয় ওয়ানডে: ১৫ জানুয়ারি, তিরুবনন্তপুরম
ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি:-প্রথম ওয়ানডে: ১৮ জানুয়ারি, হায়দরাবাদদ্বিতীয় ওয়ানডে: ২১ জানুয়ারি, রায়পুরতৃতীয় ওয়ানডে: ২৪ জানুয়ারি, ইন্দোর
ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের সূচি:-প্রথম টি২০: ২৭ জানুয়ারি, রাঁচিদ্বিতীয় টি২০: ২৯ জানুয়ারি, লখনউতৃতীয় টি২০: ১ ফেব্রুয়ারি, আহমেদাবাদ
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি:-প্রথম টেস্ট: ৯-১৩ ফেব্রুয়ারি, নাগপুরদ্বিতীয় টেস্ট: ১৭-২১ ফেব্রুয়ারি, দিল্লিতৃতীয় টেস্ট: ১-৫ মার্চ, ধরমশালাচতুর্থ টেস্ট: ৯-১৩ মার্চ, আহমেদাবাদ
ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের সূচি:-প্রথম ওয়ান ডে: ১৭ মার্চ, মুম্বইদ্বিতীয় ওয়ান ডে: ১৯ মার্চ, ভাইজ্যাগতৃতীয় ওয়ান ডে: ২২ মার্চ, চেন্নাই
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eden, Team India