ঘরের মাঠে ভারত সব সময়েই কঠিন প্রতিপক্ষ : ক্লার্ক

Last Updated:

অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফর তাই খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন মাইকেল ক্লার্ক ৷

#মুম্বই: দেশের মাঠে তো বটেই, বিদেশের মাটিতেও এখন একের পর এক ম্যাচ জিতে চলেছে বিরাট কোহলির ভারত ৷অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফর তাই খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন মাইকেল ক্লার্ক ৷ ঘরের মাঠে কোহলিরা যে বরাবারই শক্ত চ্যালেঞ্জ, সেটা ওয়ার্নার-স্মিথদের আবারও মনে করিয়ে দিলেন ক্লার্ক ৷
প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক শুক্রবার একটি অনুষ্ঠানে বলেন,
‘‘এক দিনের ক্রিকেট আর টেস্ট ক্রিকেট এক নয়। তাই আমার মনে হয় ভারতে উইকেটগুলো ভালই হবে। আপনারা জমজমাট একদিনের ক্রিকেটের লড়াই দেখতে পারবেন। আশা করি অস্ট্রেলিয়া ভাল পারফর্ম করবে। তবে চ্যালেঞ্জটা সোজা হবে না। ভারত ঘরের মাঠে সব সময়ই কঠিন প্রতিপক্ষ।ওরা দারুণ ফর্মে রয়েছে ৷ ঘরের মাঠে এবং বিদেশে সব জায়গাতেই দারুণ পারফর্ম করছে ৷ ’’
advertisement
ক্লার্কের গলায় ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসাও শোনা যায় ৷ বিরাটকে নিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘‘বিরাট দারুণ ক্যাপ্টেন্সি করছেন। এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে ভারতই র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে  থাকবে।’’
advertisement
এদিকে ভারতের মাটিতে এক দিনের সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার এক নম্বর পেসার মিচেল স্টার্ক। তাঁর ডান পায়ের চোট এখনও পুরোপুরি সারেনি।
advertisement
ভারত সফরের জন্য এ দিনই ১৪ জনের ওয়ান ডে দল এবং ১৩ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার ওয়ান ডে দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন আগর, হিল্টন কার্টরাইট, ন্যাথন কুল্টার নাইল, প্যাট্রিক কামিন্স, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), অ্যাডাম জাম্পা। 
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঘরের মাঠে ভারত সব সময়েই কঠিন প্রতিপক্ষ : ক্লার্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement