#মুম্বই: দেশের মাঠে তো বটেই, বিদেশের মাটিতেও এখন একের পর এক ম্যাচ জিতে চলেছে বিরাট কোহলির ভারত ৷অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফর তাই খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন মাইকেল ক্লার্ক ৷ ঘরের মাঠে কোহলিরা যে বরাবারই শক্ত চ্যালেঞ্জ, সেটা ওয়ার্নার-স্মিথদের আবারও মনে করিয়ে দিলেন ক্লার্ক ৷
প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক শুক্রবার একটি অনুষ্ঠানে বলেন,
ক্লার্কের গলায় ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসাও শোনা যায় ৷ বিরাটকে নিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘‘বিরাট দারুণ ক্যাপ্টেন্সি করছেন। এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে ভারতই র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকবে।’’
এদিকে ভারতের মাটিতে এক দিনের সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার এক নম্বর পেসার মিচেল স্টার্ক। তাঁর ডান পায়ের চোট এখনও পুরোপুরি সারেনি।
ভারত সফরের জন্য এ দিনই ১৪ জনের ওয়ান ডে দল এবং ১৩ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার ওয়ান ডে দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন আগর, হিল্টন কার্টরাইট, ন্যাথন কুল্টার নাইল, প্যাট্রিক কামিন্স, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), অ্যাডাম জাম্পা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Australia, Cricket, India, Michael Clarke, ODI Series, মাইকেল ক্লার্ক