India vs South Africa: গুয়াহাটিতে গণ্ডগোল ! কুকুর-বিড়াল নয়, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে ঢুকে পড়ল সাপ !

Last Updated:

এমন ঘটনা ক্রিকেট খেলায় আগে ঘটেছে বলে তো কেউই মনে করতে পারছেন না ৷ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম রবিবার এমন ঘটনারই সাক্ষী থাকল ৷ 

গুয়াহাটি: এ যেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হওয়ার মতোই নয় ৷ অতীতে খেলার মাঠে কুকুর, বিড়াল ঢুকে পড়ায় ম্যাচ কিছুটা সময় বন্ধ থাকার নজির রয়েছে ৷ কিন্তু তাই বলে খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়ল একটা বিরাট সাপ ! এমন ঘটনা ক্রিকেট খেলায় আগে ঘটেছে বলে তো কেউই মনে করতে পারছেন না ৷ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম রবিবার এমন ঘটনারই সাক্ষী থাকল ৷
এদিন মাঠে সাপ ঢুকে পড়ার পাশাপাশি ফ্লাডলাইট নিভে গিয়েও ম্যাচ কিছু সময় বন্ধ থাকে ৷  দু’দফায় মোট ২৩ মিনিট বন্ধ থাকে খেলা। ভারতের ব্যাটিংয়ের সময় মাঠে ঢুকে পড়ে সাপ ৷ এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে নিভে যায় একটি বাতিস্তম্ভের আলো ৷
advertisement
advertisement
খেলার মাঠে ফ্লাড লাইট নিভে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয় ৷ এর আগেও বহুবার এমন দৃশ্যের সাক্ষী থেকেছেন দর্শকরা ৷ কিন্তু মাঠে সাপ ঢুকে পড়ার ঘটনায় তাজ্জব প্রত্যেকেই ৷
গুয়াহাটিতে এদিন ৭ মিনিট খেলা বন্ধ থাকে সাপের কারণে।  মাঠকর্মীরা সাপ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। লাঠি, ঝুড়ি নিয়ে তাঁরা সাপ ধরতে নেমে পড়েন। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। সেই সময়ে ভারতের হয়ে ব্যাট করছিলেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: গুয়াহাটিতে গণ্ডগোল ! কুকুর-বিড়াল নয়, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে ঢুকে পড়ল সাপ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement