২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই! আহমেদাবাদে বসবে মেগা টুর্নামেন্টের আসর, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

Last Updated:

২০৩০ সালে ভারতের জন্য কমনওয়েলথ গেমস আয়োজনের দরজা খুলবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনা মিটল অবশেষে। ২০৩০ সালে ভারত কমনওয়েলথ গেমস ঘোষণা করবে বলে জানালেন কেন্দ্রীয় ক্রিড়ামন্ত্রী মনসুখ মান্ডব‍্য।

২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই
২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই
নয়াদিল্লি: কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেল ভারত। আহমেদাবাদে বসবে এই মেগা টুর্নামেন্টের আসর। ২০৩০ সালে ভারতের জন্য কমনওয়েলথ গেমস আয়োজনের দরজা খুলবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনা মিটল অবশেষে। ২০৩০ সালে ভারত কমনওয়েলথ গেমস ঘোষণা করবে বলে জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব‍্য।
advertisement
কমনওয়েলথ স্পোর্টের নির্বাহী বোর্ড ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে ভারতের আহমেদাবাদের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিশ্চিত করে। ২০১০ সালে ভারতের রাজধানী দিল্লিতে CWG আয়োজিত হয়েছিল। জানানো হয়, আমদাবাদে কমনওয়েলথ গেমস হবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৬ নভেম্বর ২০২৫ তারিখে গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে। কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়া পর আমদাবাদকে সুপারিশ করা হয়। ভারতের আহমেদাবাদ ছাড়াও নাইজেরিয়ার আবুজা কমনওয়েলথ গেমস আয়োজনের তালিকায় ছিল।
advertisement
২০৩০ কমনওয়েলথ গেমস এই প্রতিযোগিতার ১০০ বছর। ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস, তাই শতবর্ষে ভারতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, এ যেন এক ইতিহাস। গ্লাসগো ২০২৬ দ্রুত এগিয়ে আসছে। তারপরেই প্রস্তুতি শুরু হবে ২০৩০-এর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই! আহমেদাবাদে বসবে মেগা টুর্নামেন্টের আসর, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী
Next Article
advertisement
‘আমরা ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলার অস্ত্রোপচার ছোট্ট ছেলের, ভেঙে পড়লেন মা!
‘ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলায় অস্ত্রোপচার ছেলের, ভেঙে পড়লেন মা
  • সাক্ষী পাহাওয়ার ছেলের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে চিকিৎসকদের অস্ত্রোপচার করতে হয়.

  • দিল্লি-এনসিআর দূষণের কারণে সাক্ষীর ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়, চিকিৎসায় কাজ হয়নি.

  • দূষণের কারণে ছেলের অ্যাডিনয়েড ও টনসিল স্টেজ-৪ পর্যায়ে পৌঁছে যায়, অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না.

VIEW MORE
advertisement
advertisement